কলকাতায় এসে পৌঁছেছেন কিবু ভিকুনা (Kibu Vicuna)। বুধবার দুপুরে তিনি শহরে এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে কোচিং করাবেন তিনি।
মে মাসের একেবারে শেষে নিশ্চিত হয়েছিল সম্ভাবনা। জানা গিয়েছিল, কলকাতায় ফিরছেন কিবু ভিকুনা। ফের ময়দানে দেখা যাবে চ্যাম্পিয়ন কোচের ম্যাজিক। আগে সম্ভাবনার স্তরে শোনা গিয়েছিল যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে কোচিং করাতে পারেন মোহনবাগানের প্রাক্তন কোচ। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনেক প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু করেছে তাঁর ফুটবল ক্লাব।
এপ্রিলের শেষের দিকে ভিকুনার নাম শোনা গিয়েছিল। তখন খবর ছিল, “বাগানের প্রাক্তন কোচের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। আর্থিক বিষয়ে চলছে আলোচনা। সেটাও শীঘ্রই মিটিয়ে নিতে চাইছেন ডায়মন্ড হারবারের নতুন এই ফুটবল দলের কর্তারা।”
কলকাতার ফুটবল লিগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে দেখার সম্ভাবনা রয়েছে। আর্বিভাবে চমক দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কলকাতার টুর্নামেন্টে ভালো মানের দল গড়া তাদের লক্ষ্য।