কলকাতা ফুটবল লিগে ভালো ফল করাই ক্লাবের লক্ষ্য। তার জন্য দরকার ভালো প্রস্তুতি। আর তাই বড় দলের মুখোমুখি খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Khidirpur SC )।
শনিবার বিকেল ৪ টের সময় খিদিরপুর স্পোর্টিং ক্লাবের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। কলকাতার কিংবা বাংলার কোনো দলের সঙ্গে নয়। ইন্ডিয়ান সুপার লিগের প্রাক্তন চ্যাম্পিয়ন চেন্নাইয়ান ফুটবল ক্লাবের বিরুদ্ধে। নিউটাউনের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা ফুটবল লিগের দল খিদিরপুর স্পোর্টিং ক্লাব।
প্রস্তুতি ম্যাচ হলেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ থাকবে। কারণ দুই দলেই রয়েছেন প্রচুর উদীয়মান প্রতিভা। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের পাশাপাশি চেন্নাইয়ের দলেও উঠতি ফুটবলাররা রয়েছে, যারা হতে পারেন আগামী দিনের তারকা। দক্ষিণ ভারতের এই ক্লাবটি এবার একাধিক বাঙালি ফুটবলারকে দলে নিয়েছে। শনিবারের ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে কারা মাঠে নামবেন এখন সেটাই দেখার।
কলকাতার কিছু দিন আগেও চেন্নাইয়ের দলটির একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটি ম্যাচ হবে বলে জানা গিয়েছিল। কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত খিদিরপুর ম্যাচে বল গড়াবে বলে আশা করবেন ফুটবল প্রেমীরা।