দিনকয়েক আগেই টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম লেগের সেমিফাইনাল খেলেছে জামশেদপুর এফসি। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। পূর্ন সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল খালিদ জামিলের (Khalid Jamil) ছেলেরা। সেই ম্যাচে গোল পেয়েছিলেন স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরোর পাশাপাশি জাভি হার্নান্দেজের মতো ফুটবলার। প্রথমার্ধের মাঝামাঝি সময় ফ্রি-কিক থেকে গোল করে জেসন কামিন্স দলকে সমতায় ফেরাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ম্যাচের রঙ বদল করা সম্ভব হয়নি।
Also Read | মশালবাহিনীর অনুশীলনে অনুপস্থিত সেলিস, ফিট হচ্ছেন আনোয়ার
নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়ের শুরুতেই গোল করে দলের জয় সুনিশ্চিত করেছিলেন জাভি হার্নান্দেজ। ঘরের মাঠে জয় আশায় ফাইনালে ওঠার রাস্তা কিছুটা হলেও মসৃণ থাকল জামশেদপুরের। এবার এই ধারা বজায় রেখেই দ্বিতীয় লেগে জয় পেতে চাইবেন জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে জর্ডান মারির মতো ফুটবলাররা। তবে সল্টেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বাগান সমর্থকদের সামনে জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। সেই মতো নিজেদের প্রস্তুত করছেন দলের সকল ফুটবলাররা। তবে এক্ষেত্রে চিন্তায় রাখছে দলের একাধিক ফুটবলারদের অনুপস্থিতি।
Also Read | সুপার কাপের পর দল ছাড়তে পারেন তিন ফুটবলার, নজরে বহু ক্লাব
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে তিনজন ফুটবলারকে খেলাতে পারবে না একবারের শিল্ড জয়ীরা। যাদের মধ্যে রয়েছেন বিদেশি ফুটবলার স্টিফেন এজে থেকে শুরু করে আশুতোষ মেহতা এবং মোবাশির রহমানের মতো ফুটবলাররা। তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সে। বলাবাহুল্য, প্রথম লেগের সেমিফাইনালে স্টিফেন এজের উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলেছিল জামশেদপুর এফসির রক্ষণভাগকে। কিন্তু এবার তিনি না থাকায় কিছুটা হলেও চাপে থাকবে দলের রক্ষণভাগ।
এছাড়াও গত ম্যাচে কার্ড দেখতে হয়েছে ভারতীয় তারকা আশুতোষ মেহতাকে। যারফলে যুবভারতীতে খেলতে পারবেন না তিনি। সেজন্য এবার রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের উপরেই হয়তো বাড়তি ভরসা রাখবেন খালিদ জামিল।