পরাজয়ের পরও আশাবাদী খালিদ, জাতীয় দলে পাল্টানোর ইঙ্গিত

Khalid Jamil said Confidence Teamwork after India Football Team beat Oman in CAFA Nations Cup 2025

গত কাফা নেশনস কাপ থেকেই ভারতীয় দলের দায়িত্ব পালন করে আসছেন খালিদ জামিল (Khalid Jamil)। ক্লাব ফুটবলের পারফরম্যান্স দেখেই তাঁকে দায়িত্ব দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে প্রথমদিকে খুব একটা হতাশ করেননি এই কোচ। এই আন্তর্জাতিক টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য না আসলেও অনায়াসেই ব্রোঞ্জ জয় করেছে ভারত। তারপর থেকেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে বদ্ধপরিকর ছিল সকলে। এক্ষেত্রে এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডের বিপর্যয় ভুলে বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করতে তৎপর ছিল ব্লু-টাইগার্স। সেইমতো নিজেদের স্কোয়াড সাজিয়েছিলেন জামিল।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষের ড্র করলেও দ্বিতীয় লেগেই পরাজিত হতে হয়েছিল গুরপ্রীত সিং সান্ধুদের। এই হতাশা ভুলে প্রতিবেশী বাংলাদেশের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও সেটাও সম্ভব হয়নি। প্রায় ২২ বছর পর ঢাকার মাটিতে পরাজিত হতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে। যেটা নিঃসন্দেহে অবাক করে দিয়েছে সকলকে। পাশাপাশি ফিফা তালিকায় ঘটেছে বিরাট পতন। সেই নিয়ে যথেষ্ট হতাশা ফুটবলপ্রেমীরা। এসবের মাঝেই বারংবার উঠে এসেছে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলারদের না নেওয়ার কথা।

   

এই সমস্ত কিছু নিয়ে অবশেষে আজ বিকেলে শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের কোচ খালিদ জামিল‌। সেখানে তিনি বলেন, পরবর্তীতে আমাদের সতর্ক থাকতে হবে। চোট যেকোন সময় হতে পারে। ফুটবলাররা সব সময় দেশের জন্য তৈরি হয়। তাছাড়াও চোট খেলার অংশ। তাছাড়া যারা দেশের হয়ে খেলতে চায় তাঁদের খেলা দরকার। সেটা আইএসএল হোক কিংবা আইলিগ। প্রত্যেক ক্ষেত্রেই সেটা নজর দিতে হবে‌। তাছাড়া মোহনবাগানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। গত ম্যাচের জন্য বেশ কিছুটা সময় আগে থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছিলাম। কিন্তু ওরা কাউকে ছাড়েনি।

এছাড়াও তিনি আরও জানান, আমি বিশেষ কোনও ক্লাব গুলি নিয়ে ভাবছি না। নির্দিষ্ট ক্লাব নিয়ে ভাবতে চাইছি না। আমাদের এবার আর ও শক্তিশালী দল তৈরি করতে চাই। এছাড়াও রায়ান উইলিয়ামসের মতো ভারতীয় নাগরিকত্ব পাওয়া ফুটবলারদের নিয়ে ও যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় খালিদ জামিলকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন