কলকাতা: অল্প কিছুদিন আগেই ভারতীয় ফুটবল দলের নয়া কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ জামিল (Khalid Jamil)। প্রাক্তন কোচ মানোলো মার্কুয়েজের তত্ত্বাবধানে ব্লু-টাইগার্সরা খুব একটা সুবিধা করতে না পারলেও এই ভারতীয় কোচের হাত ধরে নিজেদের পুরনো ছন্দে ফিরছে গুরপ্রীত সিং সান্ধুরা। গত কাফা নেশনস কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও খালিদের দৌলতে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স থেকেছে ভারতের। শক্তিশালী তাজিকিস্তানের বিপক্ষে জয়ের পর শক্তিশালী ইরানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল আনোয়ার আলিরা। তারপর আফগানিস্তান ম্যাচ অমীমাংসিত শেষ করার পর শক্তিশালী ওমানকে হারিয়ে ব্রোঞ্জ জয় করে ভারত।
Also Read | লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে এবার কী বললেন ইবুসুকি?
এক কথায় যা বিরাট বড় পাওনা সকলের কাছে। এটাই যেন সেই পুরনো ব্লু-টাইগার্স। কিন্তু সেখানেই সব শেষ নয়। সামনে আরও বড় লড়াই আগামী ৯ই এবং ১৪ই অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুই লেগের ম্যাচে খেলতে নামবে ব্লু-টাইগার্স। সেইমতো আগামী ২০শে সেপ্টেম্বর থেকেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির শুরু করে দেবেন ভারতীয় ফুটবল দলের কোচ। দিনকয়েক আগেই সেইমতো তিরিশ জন ফুটবলারের স্কোয়াড ঘোষণা করেছিলেন ভারতীয় কোচ। তবে এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুই ফুটবলার।
যাদের মধ্যে রয়েছেন এবারের ডুরান্ড কাপ জয়ী দল তথা নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলার আসির আখতার এবং মুম্বাই সিটি এফসির ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্দেজ। তবে সেখানেই শেষ নয়। আগেই জানানো হয়েছিল যে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ম্যাচের কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া দলের নির্বাচিত ফুটবলাররা আপাতত জাতীয় শিবিরে যোগদান না করলেও এসিএল ম্যাচের পর সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন সকলে। এসবের মাঝেই এবার ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থে দেশের প্রথম সারির ফুটবল ক্লাব গুলির কাছে বিশেষ অনুরোধ রাখলেন জামিল।
Also Read | হুগো বুমোসের দিকে নজর এই আইএসএল জয়ীদের
তিনি বলেন, “আমি বিনীতভাবে সমস্ত ক্লাবকে অনুরোধ করছি যেন তারা জাতীয় শিবিরের জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে সহযোগিতা করে, কারণ তাদের অংশগ্রহণ শুধুমাত্র জাতীয় দলের প্রস্তুতি ও সাফল্যের জন্য নয়, পুরো ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ”। এছাড়াও গত নেশনস কাপের সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, “কাফা নেশনস কাপ একটি দারুণ মঞ্চ ছিল, যেখানে আমাদের ছেলেরা চরিত্রের পরিচয় দিয়েছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিকে।” এবার আসন্ন এই দুইটি লেগে আদৌ কতটা সুবিধা করতে পারেন সন্দেশ ঝিঙ্গানরা সেটাই দেখার। তবে সদ্য কাফা নেশনস কাপে পাওয়া সাফল্য নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ফুটবলারদের।
Head coaches prepare for a brighter Indian football future
Read 👉 https://t.co/PwOJN3urY2#IndianFootball pic.twitter.com/FRgwsNxFBz
— Indian Football Team (@IndianFootball) September 19, 2025