ব্লু টাইগার্সদের দায়িত্ব নিয়ে শেষ বেলায় আবেগঘন বার্তা জামিলের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, খালিদ জামিল এখন ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) প্রধান কোচ। বুধবার সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) আনুষ্ঠানিকভাবে জানায় খালিদ জামিল…

Khalid Jamil emerges favourite for Indian Football Team role among top Three Finalists

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, খালিদ জামিল এখন ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) প্রধান কোচ। বুধবার সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) আনুষ্ঠানিকভাবে জানায় খালিদ জামিল (Khalid Jamil) দু’বছরের জন্য ব্লু টাইগার্সদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। সঙ্গে চুক্তিতে অতিরিক্ত এক বছরের বর্ধিত সময়ের সিদ্ধান্ত রাখা হয়েছে। প্রায় ১৩ বছর পর একজন ভারতীয় কোচ দেশের সিনিয়র পুরুষ দলের প্রধান কোচের আসনে বসলেন।

এই ইতিহাস রচনার মুহূর্তে তিনি বিদায় জানালেন ক্লাব জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)। গত দুই মরসুমে যিনি ক্লাবকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছেন, সেই খালিদ জামিল আজ দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে। জামশেদপুর এফসি এবং খালিদ জামিলের মধ্যে পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ, খেলোয়াড়, সমর্থক এবং ভারতীয় ফুটবল মহলে খুশির জোয়ার। কারণ একজন ভারতীয় কোচ এবার দেশের স্বপ্নপূরণের দায়িত্বে।

   

২০২৪ সালের সুপার কাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে কঠিন পরিস্থিতিতে জামশেদপুর এফসি দায়িত্ব দেয় খালিদকে। আর সেই কম সময়ের প্রস্তুতিতেই তিনি দলকে নিয়ে গিয়েছিলেন সুপার কাপের সেমিফাইনালে। পরের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগেও (ISL) ভালো পারফরম্যান্স করে দল। ২০২৪-২৫ মরসুমে জামশেদপুর এফসি পৌঁছায় আইএসএল সেমিফাইনালে এবং ২০২৫ সালের কালিঙ্গ সুপার কাপে রানার্স আপ হয়। সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালেও পা রেখেছে জামশেদপুর।

জামশেদপুর এফসিকে বিদায় জানিয়ে খালিদ জামিল বলেন, “জামশেদপুরের হেড কোচ হওয়া ছিল আমার জীবনের অন্যতম সম্মানের বিষয়। ক্লাবের ম্যানেজমেন্ট, কর্মী, খেলোয়াড় এবং বিশেষ করে সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। ‘দ্য ফার্নেস’ খেলা, রাস্তায় আপনাদের মুখোমুখি হওয়া, শহরটার প্রতি ভালোবাসা সবকিছুই আজীবন স্মৃতিতে থাকবে।” তিনি আরও বলেন, “এই ক্লাব পরিশ্রম, ঐক্য ও বিশ্বাসের উপর গড়ে উঠেছে। আমি নিশ্চিত, এই দল আগামী দিনে আরও সাফল্য অর্জন করবে।”

Advertisements

জামশেদপুর এফসির সিইও মুকুল চৌধুরি বলেন, “খালিদ জামিল আমাদের ক্লাবের জন্য শুধু একজন কোচ নন, এক অনুপ্রেরণা ছিলেন। ভারতীয় কোচদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, সেটা উনি দেখিয়েছেন। জাতীয় দলের কোচ হিসেবে ওঁর নিয়োগে আমরা গর্বিত।” ফলত ভারতীয় ফুটবলে এবার খালিদের কাঁধে ভর করে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলার আশা করছে গোটা দেশ।

Khalid Jamil Bids Farewell to Jamshedpur FC as Takes Charge of Indian Football Team head coach