নেতৃত্বে গুরপ্রীত! ইস্টবেঙ্গলের তিন ফুটবলারকে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা জামিলের

ভারতীয় ফুটবলে (Indian Football Team) এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে ২৯ আগস্ট। তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ সালের কাফা নেশনস কাপ (CAFA…

Khalid Jamil announces Indian Football Team 23-man squad for CAFA Nations Cup 2025 in Tajikistan

ভারতীয় ফুটবলে (Indian Football Team) এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে ২৯ আগস্ট। তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ সালের কাফা নেশনস কাপ (CAFA Nations Cup 2025)। আর এই প্রতিযোগিতা দিয়েই ভারতের ডাগআউটে প্রথমবার বসতে চলেছেন দেশীয় কোচ খালিদ জামিল (Khalid Jamil)। সদ্য দায়িত্ব নেওয়ার পরই প্রথমবার জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করলেন জামিল। তবে ঘোষিত ২৩ সদস্যের দলে নেই তেমন চেনা মুখ। কিন্তু রয়েছে একাধিক চমক।

সবচেয়ে বড় চমক, দলে নেই সুনীল ছেত্রী। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন তিনি, তবুও তাঁর অনুপস্থিতি ভারতের আক্রমণভাগে এক বড় শূন্যতা তৈরি করেছে। ছেত্রীর পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন একাধিক তরুণ ফরোয়ার্ড। জামিল স্পষ্ট করে দিয়েছেন, নতুন প্রজন্মের ফুটবলারদের তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য।

   

এবারের স্কোয়াডে কোনও বাঙালি ফুটবলার নেই। প্রাথমিক স্কোয়াডে একমাত্র বাঙালি হিসাবে ছিলেন রহিম আলি, তিনিও বাদ পড়েছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সম্প্রতি জাতীয় দলে বাঙালিদের কম সুযোগ পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবারকার দল নির্বাচনে সেই প্রশ্ন আরও জোরালো হল।

দলে ডাক পেয়েছেন তিনজন গোলরক্ষক। গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং ও হৃতিক তিওয়ারি। রক্ষণভাগে রয়েছেন অভিজ্ঞ সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, রাহুল ভেকে, রোশন সিং, চিংলেনসানা ভালপুইয়া, ও মহম্মদ উভাইস। রক্ষণে ভারসাম্য রক্ষা করতে চেয়েছেন জামিল।

মিডফিল্ডে রয়েছেন সুরেশ সিং, আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, জিকসন সিং, দানিশ ফারুক, নিখিল প্রভু, বরিস সিং ও নওরেম মহেশ সিং। খালিদ জামিলের ৪-২৩-১ফর্মেশনে এই মিডফিল্ডারদের ভূমিকাই হবে মূল চালিকাশক্তি।

ফরোয়ার্ড লাইনে রয়েছেন মনবীর সিং, জিথিন এমএস, ইরফান ইদওয়াদ, ছাংতে, বিক্রম প্রতাপ সিং। ছাংতে ও মনবীরের অভিজ্ঞতার সঙ্গে ইরফান ও জিথিনের গতিময়তা ভারতীয় আক্রমণে বৈচিত্র্য আনবে বলেই মনে করা হচ্ছে।

Advertisements

দীর্ঘদিন পর জাতীয় দলে দেখা যাবে না মোহনবাগানের কোনও ফুটবলারকে।এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু’র কারণে ক্লাব জাতীয় শিবিরে ফুটবলার ছাড়েনি। প্রাথমিক শিবিরে ডাক পেলেও বাদ গিয়েছেন অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, মনবীর সিং, সাহল, বিশাল কাইথ, আপুইয়া।

গ্রুপ বি-তে ভারতের সঙ্গেই রয়েছে তাজিকিস্তান (FIFA র‍্যাঙ্ক ১০৬), ইরান (র‍্যাঙ্ক ২০) ও আফগানিস্তান (র‍্যাঙ্ক ১৬১)। ভারতের বর্তমান র‍্যাঙ্ক ১৩৩। যদিও আফগানিস্তান পিছিয়ে, তবে অতীতে ভারত তাদের কাছে হেরেছে। ইরান অন্যতম শক্তিশালী দল এবং বর্তমান চ্যাম্পিয়ন। ফলে ভারতীয় দলের জন্য এটি কঠিন গ্রুপ হতে চলেছে।

ভারত তাদের অভিযান শুরু করবে ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে। এরপর ১ সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে এবং ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দু’টি দল উঠবে সেমিফাইনালে, ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লে-অফ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে দুশানবেতে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে তাসখন্দে।

Khalid Jamil announces Indian Football Team 23-man squad for CAFA Nations Cup 2025 in Tajikistan