সায়ন সেনগুপ্ত, কলকাতা: খালিদ জামিলের (Khalid Jamil) তত্ত্বাবধানে ধীরে ধীরে নিজেদের ফর্মে ফিরছে ভারতীয় ফুটবল দল। গত কাফা নেশনস কাপ থেকেই জাতীয় দলের দায়িত্ব শুরু করেছেন এই ভারতীয় কোচ। পুরনো বিপর্যয় ভুলে এই টুর্নামেন্ট থেকে ঘুরে দাঁড়ানো যে খুব একটা সহজ হবে না ঠিক এমনটাই মনে করেছিল ফুটবল বিশেষজ্ঞদের একটা বিরাট অংশ। তার ওপর বেশকিছু গুরুত্বপূর্ণ ফুটবলারদের না পাওয়া নিয়ে ও দেখা দিয়েছিল হতাশা। যারফলে বলতে গেলে সীমিত শক্তি নিয়েই সেই টুর্নামেন্ট খেলতে গিয়েছিল ব্লু-টাইগার্স। যেখানে প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী তাজিকিস্তান দলকে।
সেটা বিরাট বড় চমক ছিল সকলের কাছে। তারপর শক্তিশালী ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও পরাজিত হতে হয়েছিল গুরপ্রীত সিং সান্ধুদের। পরবর্তীতে আফগানিস্তানের সঙ্গে অমীমাংসিত ভাবে ম্যাচ শেষ করার পর শক্তিশালী ওমানকে টেক্কা দিয়ে টুর্নামেন্ট থেকে ব্রোঞ্জ জয় করে ফিরেছিল ভারতীয় ফুটবল দল। বলতে গেলে শূন্য হাতে ফেরার তুলনায় এই পদক জয় কিছুটা হলেও যেন বাড়তি উৎসাহ যুক্ত করেছে ফুটবলারদের মধ্যে। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখাই অন্যতম চ্যালেঞ্জ সকলের।
দিন তিনেক পরেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে তাঁদের লড়াই করতে হবে সিঙ্গাপুর দলের বিপক্ষে। আগের তুলনায় এবার জয় পাওয়া যে অনেকটাই কঠিন সেটা ভালো মতোই জানেন খালিদ জামিল (Khalid Jamil) । তাই সবদিক মাথায় রেখেই আপাতত ২৩ জন ফুটবলারের একটি তালিকা প্রকাশ করলেন তিনি। যাদের মধ্যে গোলরক্ষক হিসেবে রয়েছে যথাক্রমে গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং এবং অমরিন্দর সিং। রক্ষণভাগের দায়িত্বে থাকছেন আনোয়ার আলি, মুহম্মদ উভাইস, পরমভীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান এবং ভালপুইয়া।
মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন যথাক্রমে ব্রান্ডন ফার্নান্দেজ, ড্যানিশ ফারুক, দীপক টাংড়ি, ম্যাকার্টন লুইস নিক্সন, নাওরেম মহেশ সিং, নিখিল প্রভু, সাহাল আব্দুল সামাদ, উদান্তা সিং। ফরোয়ার্ডে ঝড় তোলার জন্য থাকছেন ফারুক চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, রহিম আলি, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং।