Mohun Bagan: বাগানের আক্রমণের বিরুদ্ধে অনিশ্চিত ওড়িশার মূল স্তম্ভ

যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসির AFC কাপের ম্যাচ। জরুরি এই ম্যাচকে কেন্দ্র করে একাধিক জল্পনা, অনিশ্চিত একাধিক ফুটবলার। সবুজ…

Odisha FC Faces Mohun Bagan

যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসির AFC কাপের ম্যাচ। জরুরি এই ম্যাচকে কেন্দ্র করে একাধিক জল্পনা, অনিশ্চিত একাধিক ফুটবলার। সবুজ মেরুন শিবিরে তো বটেই, ওড়িশা এফসি শিবিরেও সমস্যায় রয়েছে বলে মনে করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলন করার পর মাঠে অনুশীলন করতে নেমেছিল ওড়িশা এফসির স্কোয়াড। জানা গিয়েছে, সেখানে অনুশীলন করতে দেখা যায়নি দলের বিদেশি ডিফেন্ডার মুর্তাদা ফলকে। অনুশীলনে সেনেগানের এই ডিফেন্ডারের অনুপস্থিতি জল্পনা শুরু করে নতুন করে যদিও ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে কিছু বলেননি।

   

ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে সার্জিও লোবেরা বলেছেন, “গত ম্যাচে ওরা আমাদের যথেষ্ট দাপুটে ফুটবল খেলেই হারিয়েছিল। ট্রফি জিততে গেলে পুরো দলটাকেই লাগে। নির্দিষ্ট ১১-১২ জনে কোনও দলকে ট্রফি জেতাতে পারে না। এই ম্যাচে দুই দলের সামনেই নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জের জন্য তৈরি। আগে কী হয়েছে, সে সব নিয়ে ভেবে নিজেদের চাপে না ফেলাই ভাল। আমাদের বর্তমানেই মনোনিবেশ করতে হবে। তাই ম্যাচ নিয়েই শুধু ভাবছি। “

Advertisements

প্রতিপক্ষকে সমীহ করে মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো বলেছেন, “ওরা দ্বিতীয়ার্ধে খেলার ফল বদলে দিচ্ছে। এর অর্থ, ওদের পরিকল্পনা, সিস্টেমের প্রতি ওদের যথেষ্ট আস্থা রয়েছে। তাই এই ম্যাচটা সম্পুর্ণ আলাদা। আমাদের কাছে বেশ কঠিন ম্যাচ।”

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News