আইএসএলের দ্বিতীয় লীগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে অমীমাংসিতভাবেই ম্যাচ শেষ করেছিল মোহনবাগান (Mohun Bagan)। তাই পয়েন্ট ভাগাভাগি করি খুশি থাকতে হয়েছিল মেরিনার্সদের। তবে পুরো পয়েন্ট পেতে তৎপর ছিল সকলে। তাহলে পয়েন্ট টেবিলের কিছুটা উপরেই চলে আসতে পারতো সবুজ-মেরুন। তবে সেই সব ভুলে এখন দ্বিতীয় ম্যাচ থেকেই জয় স্মরণীতে ফিরতে চাইছে গতবারের আইএসএল জয়ীরা। এবার তাদের লড়াই করতে হবে হায়দরাবাদ এফসির বিপক্ষে। ঘরের মাঠে ম্যাচ থাকায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে হাবাসের ছেলেদের।
এই ম্যাচ জিততে পারলে অনেকটাই ছন্দে ফিরবে বুমোসরা। উল্লেখ্য, প্রথম লেগের শেষের দিকটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগানের। এফসি ঘর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এমনকি মুম্বাই সিটির মতো দলের কাছেও আটকে যেতে হয়েছিল তাদের। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে অধিকাংশ ম্যাচে জিততে হবে মেরিনার্সদের। চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন ভালোমতোই বুঝতে পারছেন স্প্যানিশ কোচ। সেজন্য, দলের ফুটবলারদের অনুশীলনে যথেষ্ট জোর দিচ্ছেন তিনি। কালকের ম্যাচের পর শক্তিশালী এফ সি গোয়ার বিপক্ষে খেলতে হবে মোহনবাগানকে। তাই কাল জয় পেলে খেলোয়াড়রা যে বাড়তি অক্সিজেন পাবে তা কিন্তু বলাই চলে।
তবে আগামীকালের ম্যাচে মাঠে পাওয়া যাবে না দলের চার ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছেন আনোয়ার আলী থেকে শুরু করে ব্রান্ডন হ্যামিলের পাশাপাশি কার্ড সমস্যার জন্য মাঠে পাওয়া যাবে না জলের দাপুটে উইঙ্গার লিস্টন কোলাসো থেকে শুরু করে দীপক টাংড়িদের। তাই এই ম্যাচ যে যথেষ্ট চাপের হতে চলেছে। তা বলাই চলে।, চিন্তা বাগান শিবিরে
আইএসএলের দ্বিতীয় লীগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে অমীমাংসিতভাবেই ম্যাচ শেষ করেছিল মোহনবাগান। তাই পয়েন্ট ভাগাভাগি করি খুশি থাকতে হয়েছিল মেরিনার্সদের। তবে পুরো পয়েন্ট পেতে তৎপর ছিল সকলে। তাহলে পয়েন্ট টেবিলের কিছুটা উপরেই চলে আসতে পারতো সবুজ-মেরুন। তবে সেই সব ভুলে এখন দ্বিতীয় ম্যাচ থেকেই জয় স্মরণীতে ফিরতে চাইছে গতবারের আইএসএল জয়ীরা। এবার তাদের লড়াই করতে হবে হায়দরাবাদ এফসির বিপক্ষে। ঘরের মাঠে ম্যাচ থাকায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে হাবাসের ছেলেদের।
এই ম্যাচ জিততে পারলে অনেকটাই ছন্দে ফিরবে বুমোসরা। উল্লেখ্য, প্রথম লেগের শেষের দিকটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগানের। এফসি ঘর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এমনকি মুম্বাই সিটির মতো দলের কাছেও আটকে যেতে হয়েছিল তাদের। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে অধিকাংশ ম্যাচে জিততে হবে মেরিনার্সদের। চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন ভালোমতোই বুঝতে পারছেন স্প্যানিশ কোচ। সেজন্য, দলের ফুটবলারদের অনুশীলনে যথেষ্ট জোর দিচ্ছেন তিনি। কালকের ম্যাচের পর শক্তিশালী এফ সি গোয়ার বিপক্ষে খেলতে হবে মোহনবাগানকে। তাই কাল জয় পেলে খেলোয়াড়রা যে বাড়তি অক্সিজেন পাবে তা কিন্তু বলাই চলে।
তবে আগামীকালের ম্যাচে মাঠে পাওয়া যাবে না দলের চার ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছেন আনোয়ার আলী থেকে শুরু করে ব্রান্ডন হ্যামিলের পাশাপাশি কার্ড সমস্যার জন্য মাঠে পাওয়া যাবে না জলের দাপুটে উইঙ্গার লিস্টন কোলাসো থেকে শুরু করে দীপক টাংড়িদের। তাই এই ম্যাচ যে যথেষ্ট চাপের হতে চলেছে। তা বলাই চলে।