অনুশীলনের মাঝেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে সময় কাটালেন কেভিন সিভিলে

East Bengal FC Welcomes Argentine Defender Kevin Sibille
East Bengal FC Welcomes Argentine Defender Kevin Sibille

হাতে রয়েছে বেশ কয়েকটি দিন। তারপর আগামী ৪ঠা ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদের মোকাবিলা করতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে। উল্লেখ্য, গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। তাঁদের বিপক্ষে জয় ছিনিয়ে আনা যে মোটেই সহজ কাজ নয় সেটা ভালো মতোই জানেন অস্কার ব্রুজো। তাই গ্ৰুপ পর্বের শেষ ম্যাচের পর দিন দশেকের মতো বিশ্রাম নিয়েই তারপর প্রস্তুতি শুরু করেছে ছেলেরা।

মহম্মদ রশিদ থেকে শুরু করে হিরোশি ইবুসুকি অনুশীলনে নজর কাড়ছেন প্রত্যেকেই। আসলে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে প্রত্যেকেই। বিশেষ করে দলের হেডকোচ শহরে ফেরার পর থেকেই পুরনো মেজাজ ফিরেছে দলের অনুশীলনে। অল্প সময়ের মধ্যেই নিজেদের জাত চেনাতে বদ্ধপরিকর সকলে। মূলত টিম বন্ডিংয়ের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরে বিশেষ জোর দিচ্ছেন স্প্যানিশ কোচ। গত মাসে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য প্রত্যেকের।

   

এসবের মাঝেই রিজার্ভ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে সিনিয়র দল। যেখানে বড় ব্যবধানে জয় ও এসেছে সাউল ক্রেসপো’দের। গোল করে নজর কেড়েছিলেন রশিদ। অর্থাৎ আসন্ন সেমিফাইনালের জন্য সবরকম ভাবেই দলকে প্রস্তুত রাখতে চাইছেন কোচ। তবে এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন চালানোর পাশাপাশি নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দলের অধিকাংশ ফুটবলাররা। গতকাল দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার ছবি আপলোড করেছিলেন ভারতীয় ডিফেন্ডার জয় গুপ্তা।

এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সময় কাটালেন ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে। কিছু সময় আগেই নিজের সোশ্যাল সাইটে স্টোরিতে আপলোড করেছেন সেই সম্পর্কিত একটি ভিডিও। যা রীতিমতো নজর কেড়েছে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন