জোর কদমে চলছে দল গঠনের (Transfer News) কাজ। ইন্ডিয়ান সুপার লিগের দলগুলোর পাশাপাশি স্থানীয় ক্লাবগুলো গুছিয়ে নিচ্ছে নিজেদের স্কোয়াড। এবারের ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে ভারতে ফিরেছেন হাইতির এক তারকা ফুটবলার।
Mohun Bagan SG: মোহনবাগানের হ্যাটট্রিক-বয় সালাউদ্দিন এক ম্যাচে করেছিলেন ৭ গোল
সম্প্রতি সময়ে ভারতীয় ফুটবল প্রেমীদের আলোচনায় উঠে এসেছে কেরালা ফুটবল। শুরু হতে চলেছে সুপার লিগ কেরালা। কালিকট এফসি ইতিমধ্যে একাধিক নামকরা ফুটবলারকে দলে নিশ্চিত করেছে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি কালিকট এফসির স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছেন হাইতির এক তারকা ফুটবলার। হাইতির এই উইঙ্গার অতীত ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবের হয়ে।
হাইতির এই ফুটবলার কেরভেন্স বেলফোর্ট (Kervens Belfort)। বেলফোর্ট উইং ফরোয়ার্ড দুই পজিশনেই খেলতে পারেন। ভারতীয় ফুটবলে প্রথম প্রবেশ করেছিলেন ২০১৬-১৭ মরসুমে, কেরালা ব্লাস্টার্সের এফসির হাত ধরে। পরিসংখ্যান অনুযায়ী, উক্ত মরসুমে ইয়েলো ব্রিগেডের হয়ে খেলেছিলেন পনেরোটি ম্যাচ, করেছিলেন তিনটি গোল। ইন্ডিয়ান সুপার লিগে তাঁর পরের স্পেল জামশেদপুর এফসির হয়ে, ২০১৭-১৮ মরসুমে। ইস্পাতনগরীর এই ক্লাবটির হয়ে খেলেছিলেন প্রায় চোদ্দটি ম্যাচ।
CFL 2024: সার্দান সমিতির হয়ে নজর কাড়ছেন সইফ
View this post on Instagram
ভারতের তুলনায় বেলফোর্ট বাংলাদেশে খেলেছেন আরও সাফল্যের সঙ্গে। আবাহনী ঢাকা লিমিটেডের হয়ে প্রায় ৪৫টি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন প্রায় ২৪টি গোল। আবাহনীর হয়ে হাইতির এই ফুটবলার খেলেছিলেন ২০১৮-২০২১ পর্যন্ত। হাইতির জাতীয় দলের হয়ে চল্লিশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বেলফোর্টের।