প্রি সিজেন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আগামী মাসে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। মধ্য-প্রাচ্যে ইতিউতি সাপোর্টার আছে এই ক্লাবের।কোচির এই ক্লাবের লক্ষ্য আরও বেশি পরিমাণে সমর্থক’দের মধ্যে জায়গা করে নেওয়া ভালো ফুটবল খেলার মধ্যে দিয়ে।
আগামী ১ আগষ্ট কোচিতে ‘তে প্রস্তুতি শুরু করবে কেরালা।পরের দিন উড়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহিতে। UAE – এর প্রথম সারির ক্লাব হাট্টা,আল নাসর,ডিব্বা’র বিরুদ্ধে খেলবে ম্যাচ।আল নাসরের মাঠে ১২ দিনের শিবির চালাবে।
আগষ্টের ২০ তারিখ আল নাসরের বিরুদ্ধে প্রথম ম্যাচ।এর পাঁচদিন বাদে ডিব্বার বিরুদ্ধে।২৮ আগষ্টে শেষ ম্যাচ হাট্টা’র বিরুদ্ধে।নিশ্চিত ভাবে মরশুমের শুরু’তে বিদেশের মাটিতে খেলা থাকায় নিজেদের শক্তি যাচাইয়ের বিরাট সুযোগ থাকছে এই ক্লাবের কাছে।