শুক্রবার আইএসএলের প্লে অফের প্রথম লড়াই। যেখানে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এবং ওডিশা এফসি। এই ম্যাচে জয় পেলেই পরবর্তীতে সুযোগ পাবে দল। যেখানে আরো এক হেভিওয়েট দলের মুখোমুখি হতে হবে তাদের। তাই যেকোনো মূল্যেই এই ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য দক্ষিণের এই ফুটবল ক্লাবের। তবে তাদের যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ দিতে চলেছে সার্জিও লোবেরার ওডিশা এফসি।
কিন্তু নিজেদের পুরনো ছন্দ বজায় রেখেই এই ম্যাচে জয় পেতে চাইছে ইভান ভুকোমানোভিচের (Ivan Vukomanovic) ছেলেরা। সেক্ষেত্রে ডাইসুকে সাকাই থেকে শুরু করে দিমিত্রিওস ডায়মান্টাকোসের মতো ফুটবলারদের উপরেই ভরসা রাখতে চলেছেন কোচ।
পাশাপাশি গ্রীক ফুটবলার আদ্রিয়ান লুনার উপস্থিতি বাড়তি অক্সিজেন জোগাতে চলেছে তাদের। উল্লেখ্য, এই ফুটবল মরশুমের মাঝামাঝি সময় চোট পেয়ে বাইরে চলে যেতে হয়েছিল এই তারকা ফুটবলারকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের পক্ষে। তবে পরবর্তীতে চোট সারিয়ে দেশে ফিরে আসেন লুনা। এরপর থেকে এখনো পর্যন্ত কেরালা দলের জার্সিতে খুব একটা সাবলীল না থাকলেও বর্তমানে পুরোপুরি সুস্থ তিনি। আগামীকালের এই ম্যাচে খেলার সম্ভাবনা অনেকটাই বেশি এই ফুটবলারের। ঠিক তেমনটাই ইঙ্গিত দিয়েছেন ইভান।
একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আদ্রিয়ান লুনা আমাদের সঙ্গে রয়েছেন। বহুদিন পর তিনি আবার ফিরছেন, তাই সেই বিষয়টির দিকেও নজর রাখতে হবে। এখনি হয়ত পুরো ম্যাচ খেলা সম্ভব হবে না তার পক্ষে। তবুও বহুদিন পর আমরা আবারো তাকে মাঠে ফিরতে দেখতে চলেছি। যা বাড়তি অক্সিজেন দেবে গোটা দলকে।