Kerala Blasters vs East Bengal: কবে থেকে লাল হলুদ বধের প্রস্তুতি শুরু করছে কেরালা?

কিছুদিন আগেই ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শেষ করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে ও দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ…

Kerala Blasters to Begin Super Cup Preparation

short-samachar

কিছুদিন আগেই ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শেষ করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে ও দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সকলেই। তবে সেইসব এখন অতীত। আইএসএলের ব্যর্থতা ভুলে কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup 2025) চূড়ান্ত সাফল্য পেতে মরিয়া আদ্রিয়ান লুনাদের ফুটবল ক্লাব। বলাবাহুল্য, গত জামশেদপুর ম্যাচ ড্র করতেই দেশের এই প্রথম ডিভিশন লিগের সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল এই ফুটবল দলের।

   

তবুও বাকি ম্যাচগুলিকে হালকাভাবে নেননি থেক্কাথারা পুরুষোথামণ। টুর্নামেন্টের সবকটি ম্যাচকেই সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন দলের অন্তর্বর্তীকালীন কোচ। এবার কলিঙ্গের বুকে সাফল্য পাওয়ার লক্ষ্য। বর্তমানে দলের সকল ফুটবলারদের সাময়িক ছুটি দেওয়া হলেও খুব শীঘ্রই সুপার কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে কেরালা। বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ২৪ শে মার্চ থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবে আইএসএলের এই ক্লাব।

Also Read | ওয়েন কয়েলের হাত ধরে চেন্নাইয়িনের নয়া তারকা ইরফানের উত্থান  

বহু আশা নিয়ে এবারের সিজন শুরু করেছিল নোয়া সাদাউরা। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও পরবর্তীতে আর এগোতে পারেনি কেরালা। তার উপর রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের খারাপ পারফরম্যান্স সেই সমস্ত কিছুকে দূরে রেখে সাফল্যের সাথে মরসুম শেষ করার টার্গেট সকলের। হিসাব অনুযায়ী দেখলে এবারের সুপার কাপের রাউন্ড অফ সিক্সটিনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলবে থেক্কাথারা পুরুষোথামণের ছেলেরা। আইএসএলের দুইটি লেগের মধ্যে একটিতে এই দলের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় লেগে সেটা সম্ভব হয়নি।

স্বাভাবিকভাবেই এবার বদলার ম্যাচ হতে চলেছে কেরালার কাছে। কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন দলের বর্তমান কোচ। তবুও নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের।