সপ্তাহ কয়েক আগেই ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শেষ করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে ও দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সকলেই। তবে সেইসব এখন অতীত। আইএসএলের ব্যর্থতা ভুলে কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য পেতে মরিয়া আদ্রিয়ান লুনাদের ফুটবল ক্লাব। বলাবাহুল্য, গত জামশেদপুর ম্যাচ ড্র করতেই দেশের এই প্রথম ডিভিশন লিগের সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল এই ফুটবল দলের তবুও বাকি ম্যাচগুলিকে হালকাভাবে নেননি থেক্কাথারা পুরুষোথামণ।
টুর্নামেন্টের সবকটি ম্যাচকেই সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন দলের অন্তর্বর্তীকালীন কোচ। এবার কলিঙ্গের বুকে সাফল্য পাওয়ার লক্ষ্য। সেক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগ শেষ করার পর সাময়িক ছুটি দেওয়া হয়েছিল দলের সকল ফুটবলারদের। তবে শীঘ্রই সুপার কাপের প্রস্তুতি শুরু করার কথা ছিল দক্ষিনের এই ফুটবল দলের। শেষ পর্যন্ত গত ২৪ শে মার্চ থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে আইএসএলের এই ক্লাব। বহু আশা নিয়ে এবারের সিজন শুরু করেছিল নোয়া সাদাউরা। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও পরবর্তীতে আর এগোতে পারেনি কেরালা। তার উপর রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের খারাপ পারফরম্যান্স সেই সমস্ত কিছুকে দূরে রেখে সাফল্যের সাথে মরসুম শেষ করার টার্গেট সকলের।
এবারের সুপার কাপের রাউন্ড অফ সিক্সটিনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলবে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল দল। বলাবাহুল্য, আইএসএলের দুইটি লেগের মধ্যে একটিতে এই দলের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় লেগে সেটা সম্ভব হয়নি। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কেরালা ব্লাস্টার্স। তবে এসবের মাঝেই এবার উঠে আসলো নয়া তথ্য। শীঘ্রই আদ্রিয়ান লুনাদের ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছেন স্প্যানিশ ফরোয়ার্ড সার্জিও ক্যাসেল। চলতি বছরের শুরুতেই মালাগা এফসির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছিলেন তিনি। কিন্তু বেশিদিন খেলা হয়নি সেখানে। পরবর্তীতে ছয় মাসের চুক্তিতে স্পেনের তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব মারবেলা এফসিতে যোগদান করেন।
সেখানে একাধিক ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন এই বিদেশি ফরোয়ার্ড। মনে করা হচ্ছে সুপার কাপের জন্য তাঁকে সামনে রেখেই সাফল্য পেতে মরিয়া নোয়া সাদাউরা। তবে ভারতীয় ফুটবলে খুব একটা নতুন নন ক্যাসেল। একটা সময় জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন তিনি। যদিও পরবর্তীতে ফিরে গিয়েছিলেন স্পেনে। সেখান থেকেই আবার ফিরতে চলেছেন ভারতে।