মরসুমের শুরুতে ইভান জামানার অবসান ঘটিয়ে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পাশাপাশি দলের সঙ্গে যুক্ত করা হয়েছিল একাধিক তারকা ফুটবলারদের। যাদের সামনে রেখে এবার প্রথম থেকেই দাপুটে পারফরম্যান্স করার লক্ষ্য ছিল কেরালার। কিন্তু কাজের কাজ হয়নি। ঘরের মাঠে পরাজিত হয়েই আইএসএল অভিযান শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল দল। প্রথম ম্যাচেই তাঁদের আটকে যেতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির কাছে। দ্বিতীয় ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে দল ঘুরে দাঁড়ালেও ফের ধাক্কা খায় দল।
যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। তবুও দক্ষিণী ডার্বিতে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে আশার আলো দেখিয়েছিল দল। কিন্তু সেটা সাময়িক মাত্র। পরবর্তীতে টানা তিনটি ম্যাচে নাস্তানাবুদ হতে হয় আলেকজান্ডার কোয়েফদের। এমনকি গত অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এগিয়ে থেকে ও সেই ব্যবধান বজায় রাখতে সক্ষম হননি নোয়া সাদাউরা। তাই সবদিক মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। দল থেকে ছাঁটাই করা হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরেকে।
তিনি একানন। বাদ দেওয়া হয় গোটা কোচিং টিমকে। বর্তমানে নয়া কোচের সন্ধানে কেরালা। তবে এসবের মাঝেই নিজের প্রাক্তন ক্লাব কেরালা ব্লাস্টার্সকে নিয়ে নিজের মতামত দিলেন মিকেল স্ট্যাহরের প্রাক্তন সহকারী বিয়ন টম ওয়েস্ট্রম। বৃহস্পতিবার কেরালা দলের জার্সিতে ছবি আপলোড করে তিনি লেখেন, ” আমি হৃদয় থেকে এই ক্লাবের জন্য শুভ কামনা রাখি। ভবিষ্যতে তাঁদের ভালো পারফরম্যান্সের আশা রাখি। মাঞ্জাপাদ্দাদের দৌলতে ক্লাবটি বাকিদের থেকে অনেকটাই আলাদা করে তোলে। আপনারা সবসময় ক্লাবের পাশে থাকুন সেটা ভালো সময় হোক কিংবা খারাপ সময়। আপনাদের প্যাশন আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে।”
বর্তমানে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। নয়া কোচের হাত ধরে সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই আদ্রিয়ান লুনাদের। যা নিঃসন্দেহে বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে সকলের কাছে।