এই পর্তুগিজ তারকাকে দলে টানল কেরালা ব্লাস্টার্স

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল ক্লাব গুলি। এক্ষেত্রে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু…

Kerala Blasters Tiago Alves

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল ক্লাব গুলি। এক্ষেত্রে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু করে আইলিগ হোক কিংবা অন্যান্য টুর্নামেন্ট। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে তৎপর প্রত্যেকেই। সেক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট এগিয়ে ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। পরবর্তীতে মুম্বাই সিটি সহ এফসি গোয়ার মতো ক্লাব গুলি ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে থাকে। তবে পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

Advertisements

নিজেদের পরিকল্পনা অনুযায়ী একের পর এক ফুটবলার সহ সাপোর্টিং স্টাফেদেরকে নিজের দলের সঙ্গে যুক্ত করতে শুরু করেছিল দক্ষিণের ক্লাবটি। গত মরসুমে মিকেল স্ট্যাহরের তত্বাবধানে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করার টার্গেট থাকলেও সঙ্গ দিয়েছিল একরাশ হতাশা। এই পরিস্থিতিতে সেই কোচ সহ সকল সাপোর্টিং স্টাফেদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল ম্যানেজমেন্ট। তারপর গত কলিঙ্গ সুপার কাপের শুরুতে ডেভিড কাতলার হাতে দেওয়া হয় দলের দায়িত্ব।

বিজ্ঞাপন

সেবার খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পুরনো হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তাঁর নির্দেশ মতোই খেলোয়াড়দের সই করানোর কাজ শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল দল। এবার সেই তালিকায় যুক্ত হলেন পর্তুগিজ ফরোয়ার্ড টিয়াগো আলভেস। কিছু ঘন্টা আগেই তাঁর যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছে আইএসএলের এই ক্লাব। ভারতের ফুটবল দলে যোগদান করার পূর্বে জাপানের ফুটবল লিগে খেলেছেন ঊনত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড। এছাড়াও ভার্জিম এফসি থেকে শুরু করে স্পোর্টিং সিপির মতো দলের হয়ে ও খেলেছিলেন তিনি। উইঙ্গার হিসেবে খেলার পাশাপাশি দলের প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড হিসেবে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন এই তারকা।

কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ” কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) সাথে এই নতুন অধ্যায় শুরু করতে এবং এশিয়ায় একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণের তথা খেলার সুযোগ পেতে পেরে আমি খুবই উত্তেজিত। আমি মাঠে আমার সেরাটা দেওয়ার জন্য, কঠোর পরিশ্রম করার এবং গোল করার জন্য মুখিয়ে রয়েছি।” সব ঠিকঠাক থাকলে আসন্ন সুপার কাপে দলের হয়ে খেলতে পারেন এই ফুটবলার।