Kerala Blasters: দুই মরসুমের চুক্তিতে এই স্প্যানিশ ফরোয়ার্ডকে দলে টানল কেরালা

গত সিজনের হতাশা ভুলে এবার সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। তাই ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়ে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট।…

Kerala Blasters Sign Spanish Forward Jesús Jiménez on a Two-Season Deal

গত সিজনের হতাশা ভুলে এবার সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। তাই ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়ে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট। এই সুইডিশ কোচের তত্ত্বাবধানেই দাপুটে পারফরম্যান্স দিয়ে মরসুম শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও শেষ রক্ষা হয়নি। বেঙ্গালুরু এফসির কাছে হেরে ছিটকে যেতে হয় কেরালা দলকে।

সেই হতাশা কাটিয়ে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য আদ্রিয়ান লুনাদের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ই সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে মিকেল স্ট্যাহরের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি‌। সব দিক মাথায় রেখেই এখন জোর কদমে অনুশীলন চালাচ্ছে কেরালা। তবে দলের ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা ।

   

কিছুদিন ধরে একাধিক ফুটবলারের নাম উঠে আসতে শুরু করলেও পরবর্তীতে সেই নিয়ে জানা যায়নি কোনও নয়া তথ্য। অবশেষে দল বদলের বাজারে বড় চমক দিল আইএসএলের এই ফুটবল ক্লাব। বিশেষ সূত্র মারফত খবর আগামী দুইটি ফুটবল মরসুমের জন্য স্প্যানিশ ফরোয়ার্ড জেসুস জিমেনেজকে সই করিয়েছে কেরালা। সব ঠিকঠাক থাকলেও খুব শীঘ্রই ঘোষণা করা হবে তাঁর যোগদানের কথা।

শেষ মরসুমে গ্ৰীসের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ওএফআই ক্রিট এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা। সেই দলের জার্সিতে কয়েকটি গোল ও রয়েছে জেসুসের। মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে বিবেচিত হলেও দলের প্রয়োজনে লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ও খেলতে পারেন এই স্প্যানিশ ফুটবলার। হিসাব অনুযায়ী আগামী বছর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে জেসুসকে দলে আনছে কেরালা ম্যানেজমেন্ট।