Tuesday, October 14, 2025
HomeSports Newsএই বিদেশি তারকাকে দলে টেনে চমক দিল কেরালা

এই বিদেশি তারকাকে দলে টেনে চমক দিল কেরালা

Transfer Window: পুরনো সমস্ত হতাশা ভুলে চলতি আইএসএল মরসুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কেরালা ব্লাস্টার্স। সেইমতো মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণের এই ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর ইস্টবেঙ্গল ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি। সময় যত এগোনোর সাথে সাথেই হতাশাজনক পারফরম্যান্স করতে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। যারফলে প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল সকলের।

Advertisements

এক্ষেত্রে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলে একাধিক বদল আনতে তৎপর ছিল ম্যানেজমেন্ট। মিকেল স্ট্যাহরের পরিবর্তে নতুন কোচ চূড়ান্ত করার পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দিকে নজর ছিল কেরালা ব্লাস্টার্সের। অবশেষে মন্টিনিগ্রিনের এক দাপুটে ফুটবলারকে দলে সই করিয়ে ফেলল আদ্রিয়ান লুনাদের ক্লাব। তিনি ডুসান ল্যাগাটর। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে হাঙ্গেরির প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ডেব্রেসেনি ভাসুটাস স্পোর্টের সঙ্গে যুক্ত ছিলেন বছর তিরিশের এই ফুটবলার।

Advertisements

সেখান থেকেই এক বছরের চুক্তিতে খেলতে চলেছেন কেরালা দলের জার্সিতে। সেই নিয়ে যথেষ্ট খুশি কেরালা ব্লাস্টার্স জনতা। মূলত সেন্টার ব্যাক হিসেবে অধিক পরিচিত হলেও দলের প্রয়োজনে ডিফেন্সিভ মিডে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন এই ফুটবলার। সবদিক বিচার বিবেচনা করেই তাঁকে দলে টেনেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। ভারতের মাটিতে আদৌ তিনি কতটা সাফল্য পান এখন সেই দিকেই নজর থাকবে ফুটবল অনুরাগীদের। তবে ভারতের এই জনপ্রিয় ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট খুশি ল্যাগাটর।

দলের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কেরালা ব্লাস্টার্স এফসির মতো ক্লাবে যোগ দিতে পেরে আমি যথেষ্ট খুশি। তাঁদের পরিকল্পনা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। আমি দলের সাফল্যে অবদান রাখতে এবং কেরালার অনন্য ফুটবল সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments