Kerala Blasters: স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে চমক দিতে চলেছে কেরালা!

ক্লাবের অন্দরে পরিস্থিতি কিছুটা টলমল বলে জানা গিয়েছিল আগেই। গুরুত্বপূর্ণ ম্যাচে দল তুলে নিয়ে বিপাকে পড়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

juan ibiza

ক্লাবের অন্দরে পরিস্থিতি কিছুটা টলমল বলে জানা গিয়েছিল আগেই। গুরুত্বপূর্ণ ম্যাচে দল তুলে নিয়ে বিপাকে পড়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেই রেশ এখনো রয়েছে। একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। আর্থিক সমস্যার মধ্যেও অবশ্য জারি রয়েছে দল গঠনের কাজ। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে চমক দিতে পারে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স।

সম্প্রতি এক স্প্যানিশ ডিফেন্ডারের কথা শোনা যাচ্ছে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে চলা আলোচনায়। শোনা যাচ্ছে Juan Ibiza নামের এক ফুটবলারের নাম। হুয়ান স্পেনের একাধিক নামকরা ক্লাবে খেলেছেন। বয়স বেশি না। বলা ভালো, কেরিয়ারের ভালো সময় থাকতে দল বদল করতে পারেন তিনি। খেলেন মূলত রক্ষণভাগে।

   

ফুটবল মহলে জোর গুঞ্জন, ফর্মে থাকা এক স্প্যানিশ ফুটবলারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স। এমন খবর দল বদলের বাজারে চাউর হওয়ার পর থেকে স্প্যানিশ ডিফেন্ডারের নাম আরও বেশি করে শোনা যাচ্ছে। ফুটবল প্রেমীদের একাংশ এমনটাও দাবি করছেন যে Juan Ibiza এবং কেরালা ব্লাস্টার্স এর মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। খুব তাড়াতাড়ি নতুন বিদেশি ফুটবলারকে দলে নেওয়ার কথা ক্লাব ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

Juan Ibiza সাতাশ বছর বয়সী এক ফুটবলার। খেলেন মূলত সেন্ট্রাল ব্যাক পজিশনে। বয়স বেশি না, ২৭ বছর। ভিলেরিয়াল যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন। পরে ওই ক্লাবের সি এবং বি দলে খেলেছেন যথাক্রমে। পরে সিনিয়র দলে খেলা হয়নি হুয়ানের। ভিলেরিয়াল ছাড়াও স্পেনের আরও একটি নামকরা ক্লাব আলমেইরার হয়েও খেলেছেন। সম্প্রতি খেলেছেন স্পেনের স্থানীয় ক্লাব ইবিজাতে।