Monday, December 8, 2025
HomeSports Newsজার্মান ম্যানেজারের দিকে নজর কেরালা ব্লাস্টার্সের

জার্মান ম্যানেজারের দিকে নজর কেরালা ব্লাস্টার্সের

- Advertisement -

দিন কয়েক আগেই ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব। এই সার্বিয়ান কোচের তত্ত্বাবধানেই বেশ কিছু মরশুম লড়াই করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্য আসেনি।

গত মরশুমের হতাশাজনক বিদায়ের পর এই সিজনে আইএসএলের প্লে-অফের লড়াইয়ে থেকেছিল দল। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। ওডিশার কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। যা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের। নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। সেজন্য, এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে কেরালা ম্যানেজমেন্ট।

   

কিন্তু কে হবেন দলের নতুন কোচ? এই নিয়ে গত কয়েকদিন ধরেই দেখা দিয়েছিল জল্পনা। তবে এবার এই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, জার্মান ম্যানেজার মার্কাস বাবেলের সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে এই ফুটবল ক্লাবের। বর্তমানে ক্লাবহীন রয়েছেন এই প্রাক্তন ফুটবলার তথা কোচ। পূর্বে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি‌। এছাড়াও এফসি লুজার্ন থেকে শুরু করে হোফেনহিমনের হয়েও কোচিং করানোর রেকর্ড রয়েছে এই হাইপ্রোফাইল কোচের। এবার নাকি তাকেই দলে আনতে চাইছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব।

এছাড়াও দলের মধ্যে ও আসতে একাধিক বদল। অর্থাৎ নতুন মরশুম থেকেই দলকে নতুন করে সকলের সামনে তুলে ধরাই অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। তা নিঃসন্দেহে বলাই চলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular