Kerala Blasters: আইজলের এই উইঙ্গারকে পেতে আরও কিছুটা এগিয়ে কেরালা

গত মরশুমের হতাশাজনক বিদায়ের পর এই সিজনে আইএসএলের প্লে-অফের লড়াইয়ে টিকে ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল দল। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি।…

R Lalthanmawia

গত মরশুমের হতাশাজনক বিদায়ের পর এই সিজনে আইএসএলের প্লে-অফের লড়াইয়ে টিকে ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল দল। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। ওডিশার কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। যা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের।

নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। সেজন্য, এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে কেরালা ম্যানেজমেন্ট। পাশাপাশি নতুন সিজনের জন্য নতুন ম্যানেজারের দিকে ও নজর রয়েছে তাদের। যারমধ্যে উঠে আসে, জার্মান ম্যানেজার মার্কাস বাবেলের কথা।

   

তবে আদৌ তিনি ভারতের এই ক্লাবের দায়িত্বে আসবেন কিনা সেটি এখনো চূড়ান্ত নয়। এসবের মাঝেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। নিজেদের দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার আদ্রিয়ান লুনার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ম্যানেজমেন্ট। টুর্নামেন্টের একাধিক হেভিওয়েট ক্লাবের তরফ থেকে তার কাছে অফার থাকলেও নিজের পুরনো ক্লাবেই থেকে যেতে চেয়েছেন এই বিদেশি ফুটবলার। আসলে, গত মরশুমের মতো আগামী সিজনে ও কেরালার হয়ে সেরাটা দিতে চান এই তারকা। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। তবে সেখানেই শেষ নয়। নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

বিশেষ সূত্র মারফত খবর, নিজেদের দলকে শক্তিশালী করতে আগামী সিজনের জন্য আইজল এফসির তরুণ উইঙ্গার লালথানমাওয়াইকে দলে টানতে চাইছে এই শক্তিশালী ফুটবল ক্লাব। উল্লেখ্য, এই সিজনে আইজল এফসির জার্সিতে দুইটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট থেকেছে এই মিজো ফুটবলারের। হিসেবে অনুযায়ী এই মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে আইলিগ জয়ী এই ফুটবল ক্লাবের। তারপরেই এই তরুণ ফুটবলারকে চূড়ান্ত করতে মরিয়া কেরালা ব্লাস্টার্স। যদিও এখনো আইএসএলের এই দলের তরফ থেকে চুক্তিপত্র পাঠানো হয়নি তার কাছে।