জল্পনার অবসান, আদ্রিয়ান লুনার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল কেরালা

সমস্ত জল্পনার অবসান ঘটল এবার। উরুগুয়ের তারকা ফুটবলার আদ্রিয়ান লুনার (Adrian Luna) সঙ্গে এবার চুক্তি বাড়িয়ে নিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল ক্লাব।  ঘন্টাকয়েক আগে…

Kerala Blasters FC's Adrian Luna

সমস্ত জল্পনার অবসান ঘটল এবার। উরুগুয়ের তারকা ফুটবলার আদ্রিয়ান লুনার (Adrian Luna) সঙ্গে এবার চুক্তি বাড়িয়ে নিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল ক্লাব।  ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে ঠিক এমনটাই জানানো হয় তাদের তরফ থেকে। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে দলের সমর্থকদের।

একটা সময় তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবারের আইএসএল জয়ী ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসি। মনে করা হচ্ছিল নতুন সিজনের জন্য আদ্রিয়ান লুনাকে নিজেদের দলে রেখেই স্কোয়াড সাজাতে চাইছে পেট্রো ক্র্যাটকির ফুটবল দল। এছাড়াও তাকে পাওয়ার জন্য আসরে নেমেছিল মানালো মার্কেজের এফসি গোয়া।

   

তবে কেরালা ছেড়ে অন্যত্র যেতে প্রথম থেকেই অনিহা ছিল লুনার। উল্লেখ্য, এই ফুটবল মরশুমের মাঝামাঝি সময় চোট পেয়ে যান এই অ্যাটাকিং মিডফিল্ডার। যারফলে, বাকি আইএসএল মরশুম থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে। তবে টুর্নামেন্টের প্লে-অফের টিকিট নিশ্চিত হওয়ার পর অনেকেই মনে করেছিল যে কোয়ালিফাইং রাউন্ডে দেখা যাবে তার দাপট। যদিও তা সম্ভব হয়নি। গোয়ার কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় কেরালা ব্লাস্টার্সকে‌। এখন নতুন সিজনে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য তাদের।

সেইমতো কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়ে নতুন কোচের হাতে তুলে দেওয়া হবে দলের দায়িত্ব। যতদূর খবর, দক্ষিণের এই ফুটবল ক্লাবের দায়িত্ব গ্ৰহনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এক জার্মান কোচ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সেই গোটা বিষয়টি।