Durand Cup: ইস্টবেঙ্গল মাঠেই হ্যাটট্রিক করলেন ইস্টবেঙ্গল বাতিল বিদ্যাসাগর

জিতে মাঠ ছাড়ল কেরালা ব্লাস্টার্স। Durand Cup-এর ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল দলের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে ইন্ডিয়ান সুপার লীগের দল। হ্যাটট্রিক করেছেন বিদ্যাসাগর সিং।

Kerala Blasters, Indian Air Force

জিতে মাঠ ছাড়ল কেরালা ব্লাস্টার্স। Durand Cup-এর ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল দলের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে ইন্ডিয়ান সুপার লীগের দল। হ্যাটট্রিক করেছেন বিদ্যাসাগর সিং।

Advertisements

সোমবার Durand Cup-এর ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল দলের বিরুদ্ধে ৫-০ গোলে জিতেছে কেরালা ব্লাস্টার্স। টানা ব্যর্থতার পর এই জয় কিছুটা অক্সিজেন যোগাবে দক্ষিণ ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি ক্লাবটিকে। সৌজন্যে বিদ্যাসাগর সিং। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলার সময় আলোচনায় উঠে এসেছিলেন তরুণ এই ফুটবলার। হ্যাটট্রিক করে জানান দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।

কেরালা ব্লাস্টার্স এর এদিনের ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে। শুরু থেকে আক্রমণের পথে গিয়েছিল কেরালা। চেনা মাঠে ম্যাচের প্রথম কোয়ার্টারে নিজের নামের পাশে গোল তুলে নিতে পারতেন বিদ্যাসাগর। অল্পের জন্য হাতছাড়া করেছেন সুযোগ। আরো একটু সজাগ থাকলে আরো কিছু গোল যোগ করতে পারতেন ২৫ বছর বয়সী মণিপুরের এই ফুটবলার।

Advertisements

বিরতির আগে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স। বারো মিনিটে দানিসের থ্রু বল থেকে গোল করেন বিদ্যা। ৬২ মিনিটে সেট পিস থেকে তার দ্বিতীয় গোল। বিদ্যাসাগর হ্যাটট্রিক সম্পন্ন করেন ৮২ মিনিটে। কেরালা ব্লাস্টার্স এর হয়ে বাকি গোল দুটি করেছেন এইমেন এবং দানিশ।