Prabir Das: উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিস্ফোরক অভিযোগ প্রবীরের

রবিবার এক চরম উত্তেজনা পুরনো ম্যাচে সাক্ষী রেখেছেন ইন্ডিয়ান সুপার লিগের দর্শকরা। মেসেজ শেষ লগ্নে মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্স দলের ফুটবলারদের মধ্যে ছড়িয়ে…

Prabir Das

রবিবার এক চরম উত্তেজনা পুরনো ম্যাচে সাক্ষী রেখেছেন ইন্ডিয়ান সুপার লিগের দর্শকরা। মেসেজ শেষ লগ্নে মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্স দলের ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মাঠের মধ্যে তখন ঘটছে একের পর এক ঘটনা। কে কার ধাক্কা ধাক্কি করছে আচমকা দেখলে বোঝা মুশকিল।

Advertisements

এরই মধ্যে দেখা গেল মুম্বাই সিটি দলের বিদেশি রোস্টিন গ্রিফিথস পিছন থেকে পেঁচিয়ে ধরেছে প্রবীর দাসের (Prabir Das) গলা। কিছুক্ষণ পর দেখা গেল সাইড লাইনের ধারে অশ্রুসজল প্রবীর দাসকে। ঠিক কী এমন ঘটেছিল যার জন্য প্রবীরের চোখে এসেছিল জল?

   

বিতর্কিত ঘটনা সমন্বিত এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য প্রকাশ করেছেন কেরালা ব্লাস্টার্স দলের ফুটবলার প্রবীর দাস। মায়ের সঙ্গে কি ছবি পোস্ট করে লিখেছেন দীর্ঘ বিবৃতি। ব্যাখ্যা করেছেন তার আবেগ প্রবণ হয়ে পড়ার কারণ। প্রবীরের অভিযোগ, তার মায়ের উদ্দেশ্যে করা হয়েছিল আপত্তিকর মন্তব্য। সেটা শুনেই আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

গলা পেঁচিয়ে ধরার ঘটনায় তিনি যতো না শারীরিকভাবে আঘাত পেয়েছেন, তার থেকেও বেশি আঘাত পেয়েছেন মনে। মাঠে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। প্রত্যেক ক্রীড়াবিদের খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখা উচিৎ, সব কিছুর একটা সীমা থাকা দরকার, স্পষ্ট ভাষায় নিজের বিবৃতিতে বলেছেন প্রবীর দাস।