নতুন সিজনের জন্য অনেক আগেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ক্লাব গুলি। বাদ নেই কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে তাঁদের। একটা সময় মনে করা হচ্ছিল এক্ষেত্রে গতবারের দলের চারজন বিদেশি ফুটবলারদের দলে রেখেই হয়তো পরিকল্পনা সাজাতে পারেন ডেভিড কাতলা। যাদের মধ্যে থাকতে পারেন নোয়া সাদাউ থেকে শুরু করে ডুসান ল্যাগেটর, জেসুস জেমিনেজের মতো তারকা। এছাড়াও সব ঠিকঠাক থাকলে অন্যান্য সিজন গুলির মতো দলে দেখা যেতে পারে উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনাকে। কিন্তু পরিস্থিতি বদলে দেয় সব কিছু।
জেসুসকে রেখে দল সাজানোর পরিকল্পনা থাকলেও এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়ে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। আদৌও কবে আয়োজিত হবে এই ফুটবল টুর্নামেন্ট সেটা নিয়ে ও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি কোনও কিছু। স্বাভাবিকভাবেই দল সাজানোর পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের দেশে আশা নিয়ে ও দেখা দিয়েছিল সংশয়। এই পরিস্থিতিতে ভারতীয় ক্লাব থেকে কার্যত রিলিজ নেন এই দাপুটে ফরোয়ার্ড। গত বৃহস্পতিবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেইমতো তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে ছিল কেরালা ব্লাস্টার্স।
সেই প্রসঙ্গে দলের স্পোর্টিং ডিরেক্টর ক্যারোলিস স্কিনকিস বলেছিলেন, ” কেরালা ব্লাস্টার্স এফসিতে থাকাকালীন জেসুস একজন সম্পূর্ণ পেশাদার খেলোয়াড় ছিলেন এবং আমরা আগের মরসুমে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞ। সম্প্রতি ইউরোপের প্রথম বিভাগে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি ক্লাবের প্রস্তাবের মাধ্যমে তিনি ইউরোপে ফিরে আসার সুযোগ পেয়েছেন, যা প্রতিযোগিতার দিক থেকে এক ধাপ এগিয়ে। তাছাড়া আমাদের দেশের ফুটবল পরিস্থিতি স্বাভাবিকভাবেই এমনভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল যা এই মুহূর্তে তার ক্যারিয়ার এবং তার পরিবারের স্বার্থের জন্য এই পদক্ষেপটিকে সঠিক পদক্ষেপে পরিণত করেছে। আমরা খেলোয়াড়দের স্বার্থ বজায় রেখেই দল গঠনের কাজ করতে চাই।”
বলাবাহুল্য, অন্যান্য বছর গুলিতে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের সময় সূচি প্রকাশ করা হলেও এবার তা সম্পূর্ণ ভিন্ন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দল গঠনের কাজে ও বাঁধা পড়েছে দল গুলির। সেই পরিস্থিতি নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। যদিও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।