কেরালা ব্লাস্টার্স নিয়ে আবেগঘন পোস্ট নোয়ার

Noah Sadaoui
Noah Sadaoui

ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কিছুতেই কাটতে চাইছে না ধোঁয়াশা। ক্লাব জোটের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একের পর এক বৈঠক করলেও কিছুতেই খুলতে চাইছিল না জট। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের দিনক্ষণ চূড়ান্ত করতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে দেশের ক্লাব ফুটবলের এমন অস্বস্তিকর পরিস্থিতির দিকে নজরে রেখেই গত কয়েক সপ্তাহে অনুশীলন বন্ধ করেছে বেঙ্গালুরু এফসির পাশাপাশি একাধিক ফুটবল ক্লাব।

এছাড়াও নিজেদের দলের ফুটবলারদের রিলিজ করে দিতে কিংবা লোন চুক্তিতে অন্যত্র পাঠাতে বাধ্য হয়েছে কেরালা ব্লাস্টার্সের মত দক্ষিণের শক্তিশালী ফুটবল দল। যা নিঃসন্দেহে হতাশ করেছে সকল ফুটবলপ্রেমীদের। এমন পরিস্থিতিতে উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনার পাশাপাশি মরোক্কান তারকা নোয়া সাদাউকে (Noah Sadaoui) লোন চুক্তিতে অন্যত্র পাঠাতে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট। সেই প্রসঙ্গে কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইটে আবেগঘন একটি পোস্ট করেন এই ফুটবলার। যেখানে তিনি লেখেন, ‘ এটা লেখার সময় আমার মনটা ভারী হয়ে আছে। আমি কখনও কল্পনাও করিনি যে তোমাদের সামনে খেলা ছেড়ে আমাকে বিদায় জানাতে হবে, আমার প্রিয় মাঞ্জাপ্পা। গত দুই বছর ধরে এই জার্সি পরা আমার স্বপ্ন। আমি এই দলের জন্য সবকিছু দিয়েছি এবং আমি যেখানেই যাই না কেন, তোমার স্লোগান এবং শক্তি আমার সাথে বহন করব।’

   

আরও লেখেন, ‘ লোনে যাওয়ার সিদ্ধান্তটি পারস্পরিক এবং ভারাক্রান্ত হৃদয়ে নেওয়া হয়েছিল: ইন্ডিয়ান লিগ স্থগিত থাকায়, আমাকে খেলা চালিয়ে যেতে হবে। যে খেলায় আমি আমার জীবন উৎসর্গ করেছি, তাতে বিরতি দেওয়া খুবই কঠিন। কেরালা ব্লাস্টার্স এবং তোমাদের সকলকে, অবিস্মরণীয় স্মৃতির জন্য ধন্যবাদ। তোমাদের সমর্থন আমার কাছে পৃথিবীকে অর্থবহ করে তুলেছে। এটা চিরকালের জন্য বিদায় নয়, শুধু “শীঘ্রই দেখা হবে”। ভালোবাসা, আশা এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে আমি চলে যাচ্ছি।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন