সবুজ-মেরুনের গোলরক্ষককে দীর্ঘমেয়াদি চুক্তিতে চাইছে কেরালা

বহু প্রত্যাশা নিয়ে সিজন শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পুরনো সমস্ত হতাশা ভুলে সাফল্য পাওয়ার লক্ষ্যে মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব।…

arsh anwer shaikh

বহু প্রত্যাশা নিয়ে সিজন শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পুরনো সমস্ত হতাশা ভুলে সাফল্য পাওয়ার লক্ষ্যে মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। পরবর্তীতে তাঁর নির্দেশ মেনেই একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট। কিন্তু এখনও পর্যন্ত আশানুরূপ ফল করতে পারেনি দক্ষিণের এই ফুটবল দল। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে হতাশাজনক পারফরম্যান্স করার পর ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি।

   

পাঞ্জাবের কাছে হতাশাজনক পারফরম্যান্সের পর দল ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও সেটা বজায় থাকেনি বেশিদিন। ম্যাচ এগোনোর সাথে সাথেই হতাশাজনক পারফরম্যান্স করতে শুরু করে আইএসএলের এই দাপুটে ফুটবল ক্লাব। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে দল থেকে ছাঁটাই করা হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরে সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের। বর্তমানে থেক্কাথারা পুরুষোথামনের তত্ত্বাবধানে দেশের প্রথম ডিভিশনের এই লিগ খেলছে আদ্রিয়ান লুনাদের ক্লাব। হতাশাজনক পারফরম্যান্স থাকলেও বর্তমানে সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য এই দলের।

তবে এসবের মাঝেই নতুন মরসুমের জন্য দল গঠনের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। এক্ষেত্রে মূলত প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চের দিকেই বাড়তি গুরুত্ব দিতে চাইছে ম্যানেজমেন্ট। সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার লক্ষ্যে এবার এক তরুণ গোলরক্ষককে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে টানতে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তিনি আর্শ আনোয়ার। হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে বাগানের।

সেক্ষেত্রে পরবর্তীতে আদৌ চুক্তি বাড়ানো হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। সেই সুযোগ কাজে লাগিয়েই দীর্ঘমেয়াদি চুক্তিতে নাকি তাঁকে দলে টানতে চাইছে কেরালা। কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। নতুন মরসুমে আদৌ তাঁকে সবুজ-মেরুন ব্রিগেডে দেখা যাবে কিনা এখন সেটাই দেখার বিষয়।