Kerala Blasters: কেরালা ব্লাস্টার্স সম্পর্কিত এই জল্পনা হয়ত গুজব

luke brattan

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গত মরসুমে খেলা শেষ হওয়ার আগে দল তুলে নিয়ে বিপাকে পড়েছে ক্লাব। আর্থিকভাবে কিছু চাপে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তার মধ্যেও দল গঠনের কাজ জারি রয়েছে। জারি রয়েছে একাধিক জল্পনা।

ফুটবল মহলের একাংশ থেকে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ার হাইপ্রোফাইল ফুটবলার Luke Brattan-কে দলে নেওয়ার দৌড়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স। লুক অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবলার অন্যতম প্রতিষ্ঠিত ফুটবলার। এক সময় সই করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে। যদিও বেশিরভাগ সময় তিনি লোনে কাটিয়েছেন অন্যান্য ক্লাবে। লুকের বায়োডাটায় রয়েছে ব্রিসবেন রোর, ম্যানচেস্টার সিটি, বলটন ওয়ান্ডারার্স, মেলবোর্ন সিটি, সিডনি ফুটবল ক্লাব। এমন হাইপ্রোফাইল এক ফুটবলারের নাম ভারতীয় ফুটবল মহলে ভেসে ওঠার পর সঙ্গত কারণে আলোড়ন পড়ে গিয়েছে।

   

প্রশ্ন হল Luke Brattan সত্যি কি কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবে যোগ দিতে চলেছেন? এবারের ট্রান্সফার উইন্ডোতে হয়েছে একাধিক উল্লেখযোগ্য দল বদল। অস্ট্রেলিয়ার একাধিক ফুটবলার যোগ দিয়েছেন ভারতীয় ক্লাবে। তাই অস্ট্রেলিয়ান ফুটবলারদের নিয়ে এবার জল্পনা একটু বেশি।

জল্পনা এবং সত্যতা দুটো আলাদা বিষয়। সব জল্পনা সত্যি হয় না। ফুটবল মহলের অনেকে আবার এটাও মনে করছেন যে লুকের সঙ্গে কেরালার ক্লাবটির আদৌ কোনো যোগ সূত্রে নেই। পুরোটাই আসলে গুজব। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এখনও কিছুটা সময় রয়েছে। দেখা যাক এই জল্পনা সত্যি হয় কি না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন