Saturday, December 6, 2025
HomeSports NewsKerala Blasters: ইভানকে ১ কোটি টাকা জরিমানা করেছে ক্লাব!

Kerala Blasters: ইভানকে ১ কোটি টাকা জরিমানা করেছে ক্লাব!

- Advertisement -

গত মরশুমে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে প্লে-অফ ম্যাচ চলাকালীন দলকে মাঠ থেকে ফিরিয়ে আনার জন্য তৎকালীন কোচ ইভান ভুকোমানোভিচকে (van Vukomanovic) প্রায় এক কোটি টাকা জরিমানা করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। স্পোর্টস ডিসপিউট রেজোলিউশন কোডে দায়ের করা আবেদনে ক্লাবের তরফে এই তথ্য জানানো হয়েছে।

Advertisements

রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ বয়কট করে মাঠ ছাড়েন কোচ ও দল। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (এআইএফএফ) শৃঙ্খলারক্ষা কমিটি ব্লাস্টার্সকে ওয়াকআউট করার জন্য ৪ কোটি টাকা জরিমানা করেছিল। এছাড়া ইভানকে ১০ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সাধারণত দলের জরিমানা ক্লাব মালিকরাই বহন করে থাকেন । এআইএফএফ-এর এই পদক্ষেপের বিরুদ্ধে স্পোর্টস ডিসপুটস রিড্রেসাল কোর্টে আপিল করেছিল ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। পরে সেই আবেদন খারিজ হয়ে যায়।

   

ব্লাস্টাররা তাদের আবেদনে বলেছে যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আপিলে বলা হয়েছে, অভ্যন্তরীণ তদন্তে ইভানের গাফিলতি ধরা পড়ায় তাঁকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৬ এপ্রিল কেরালা ব্লাস্টার্সের কোচের পদ থেকে সরে দাঁড়ান ইভান। ক্লাবের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পদত্যাগ করেন তিনি । তিন মরসুম দলকে ভালো অবস্থানে রাখার পর ক্লাব ছেড়েছেন কোচ । ইভানের কোচিংয়ে তিনবারই প্লে-অফে উঠেছে ব্লাস্টার্সরা। ২০২১ সালে ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular