Rafael Lopes: রোনাল্ডোর দেশের ফুটবলারকে দলে পেতে চাইছে এই ফুটবল ক্লাব

পর্তুগিজ স্ট্রাইকার রাফায়েল লোপেজ’কে (Rafael Lopes) পেতে চাইছে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। ইতিমধ্যে তাকে দলে পেতে সংশ্লিষ্ট ফুটবলারের এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে…

Rafael Lopes

পর্তুগিজ স্ট্রাইকার রাফায়েল লোপেজ’কে (Rafael Lopes) পেতে চাইছে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। ইতিমধ্যে তাকে দলে পেতে সংশ্লিষ্ট ফুটবলারের এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে আইএসএলের এই ক্লাব।আলভারো ভাসকেজের পরিবর্ত হিসেবে এই ফুটবলার’কে দলে নিতে চাইছেন তারা।

Advertisements

পর্তুগালের একাধিক ডিভিশনের ক্লাবে খেলেছেন রাফায়েল।এছাড়া সাইপ্রাস এবং পোল‍্যান্ডের ক্লাবেও খেলতে দেখা গেছে তাকে।বর্তমানে তিনি খেলেন পোল‍্যান্ডের অন‍্যতম সফল ক্লাব লেগিয়া ওয়ারশা’তে।

   

তার বর্তমান ক্লাবের সাথে ডিসেম্বর মাস অবধি চুক্তি আছে।পর্তুগালের যুব দলের হয়ে ১১ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই আক্রমণ ভাগের ফুটবলারের।তাকে দলে নিতে পারে কিনা কে বি এফ সি,এখন সেটাই দেখার বিষয়।