ভারতকে লজ্জায় ফেলে ৬ গোল খেল ISL ক্লাব

দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে প্রাক মরসুম প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমীরশাহীর দল আল ওয়াসল এফসির কাছে বিশ্রীভাবে হেরেছে হেরেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

Kerala Blasters Al Wasl FC

দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে প্রাক মরসুম প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমীরশাহীর দল আল ওয়াসল এফসির কাছে বিশ্রীভাবে হেরেছে হেরেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। কোনো দল দিতে পারেনি কেরালার দলটি, উল্টে হজম করেছে ছয়টি গোল। প্রস্তুতি ম্যাচ হলেও ইন্ডিয়ান সুপার লীগের কোনো দলের কাছ থেকে এই ফলাফল ভারতীয় ফুটবল প্রেমীরা আশা করেন না। ম্যাচ শেষে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই।

নিকোলাস জিমেনেজ ও আদামা ডায়ালোর জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আল ওয়াসল। বিরতির আগেই কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের হাতের বাইরে চলে গিয়েছিল ম্যাচ। তবুও আশা ছিল দ্বিতীয়ার্ধে। যদি কোনো অঘটন ঘটে। তেমনটা অবশ্য হয়নি। আরো গোল হজম করে দক্ষিণ ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি ক্লাব। এদিনের এই প্রস্তুতি ম্যাচে পূর্ণ শক্তির দল নামায়নি আল ওয়াসল। কেরালা ব্লাস্টার্স নিজেদের পূর্ণ ক্ষমতা নিয়েই মাঠে নেমেছিল। আরবের ক্লাবের হয়ে গোল করেছেন: নিকোলাস জিমেনেজ (১৬ মিনিট ও ২২ মিনিট), আদামা ডায়ালো (১৯ মিনিট ও ৩৮ মিনিট), সিয়াকা সিদিবে (৬০ মিনিট), রাবিহ সালমিন (৭৯ মিনিট)।

দ্বিতীয়ার্ধে সিয়াকা সিদিবে ও রাবিহ সালমিনের গোলে সহজ জয় নিশ্চিত করে আয়োজক দল। ইভান ভুকোমানোভিচের ব্লাস্টার্স প্রথম একাদশে আদ্রিয়ান লুনা, মার্কো লেসকোভিচ এবং নতুন চুক্তিবদ্ধ প্রীতম কোটালকে অন্তর্ভুক্ত করেছিল।

Advertisements

গত মরসুমের শেষ ভাগ থেকে সমস্যায় পড়তে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। মোটা অংকের জরিমানা গুনতে হয়েছিল ক্লাবকে। তার প্রভাব পড়েছে এবারের দল বদলের বাজারে। একাধিক তারকা ফুটবলারকে রিলিজ করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করে টিম ম্যানেজমেন্ট। তাতে খুব একটা কাজের কাজ হয়েছে বলে আপাতত মনে হচ্ছে না। সদ্য সমাপ্ত হওয়া Durand কাপেও ধরাশায়ী হয়েছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব।