Transfer Window: আর্জেন্টিনার স্ট্রাইকারকে দলে নেওয়ার দৌড়ে ISL ক্লাব

ট্রান্সফার উইন্ডো (Transfer Window) বন্ধ হওয়ার আগে এখনও কয়েক দিন সময় বাকি। তার আগে হয়তো হবে আরও কিছু বড় সই। অনুশীলন এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলা শুরু করে দিয়েছে ভারতের বহু ক্লাব।

gustavo blanco leschuk

ট্রান্সফার উইন্ডো (Transfer Window) বন্ধ হওয়ার আগে এখনও কয়েক দিন সময় বাকি। তার আগে হয়তো হবে আরও কিছু বড় সই। অনুশীলন এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলা শুরু করে দিয়েছে ভারতের বহু ক্লাব। তবে দল গোছানোর কাজ এখনও বাকি রয়েছে। ট্রান্সফার মার্কেটে কান পাতলে এখনও কিছু ক্লাবের সম্ভাব্য গতিবিধি সম্পর্কে আপডেট পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, আর্জেন্টিনার স্ট্রাইকারকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

পুরনো স্কোয়াডের কয়েকজন ফুটবলারকে ধরে রেখে নতুন করে স্কোয়াড সাজাচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স। নতুন করে সাজাতে হচ্ছে বিদেশি ব্রিগেড। ক্লাবের এবার কিছু বাজেট সমস্যা আছে বলেও শোনা গিয়েছে। দলের একাধিক তারকা ফুটবলারকে ইতিমধ্যে বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট। সমস্যার মধ্যেও ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুমে ভালো ফল করতে চাইবে ক্লাব। সেই লক্ষ্যে ধীরে ধীরে চলছে নতুন খেলোয়াড়কে সই করানোর কাজ।

   

সম্প্রতি শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স আর্জেন্টিনার স্ট্রাইকার Gustavo Blanco Leschuk – কে দলে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। ক্লাব এবং উক্ত ফুটবলারের মধ্যে কথাবার্তা চলছে বলে খবর। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আপডেট অনুযায়ী আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে পাওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স।

কে এই Gustavo Blanco Leschuk ? আর্জেন্টিনার এই স্ট্রাইকারের বয়স এখন তিরিশের কোঠায়। ৬ ফুট ৩ ইঞ্চ উচ্চতার এই স্ট্রাইকার সম্প্রতি খেলেছেন স্পেনের Segunda ডিভিশনে। স্পেনের নাম করা ক্লাব এইবারে খেলেছেন। এছাড়া ২০১৮-১৯ মরসুমে খেলেছেন মালগাতে। তবে কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন FC Shakhtar Donetsk ক্লাবে। এখানে একাধিক খেতাব জিতেছেন তিনি।