এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে মরিয়া ক্লাব গুলি। আইএসএল হোক কিংবা আইলিগ। পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড় সই করাতে মরিয়া প্রায় সকলেই। সেক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গতবারের হতাশাজনক পারফরম্যান্স ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণের এই ফুটবল দল। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও কাজের কাজ খুব একটা হয়নি। দিনশেষে মিলেছে একরাশ হতাশা।
যার প্রভাব পড়েছে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। বর্তমানে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে আদ্রিয়ান লুনাদের ক্লাব। সেখান থেকেই এবার আইএসএলের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে কাজটা যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন সকলে। তাই মিকেল স্ট্যাহরে সহ তাঁর সাপোর্টিং স্টাফেদের বিদায় জানানোর পর গত কয়েক সপ্তাহ ধরেই নতুন কোচের খোঁজ চালাচ্ছে ম্যানেজমেন্ট। প্রথমদিকে একাধিক হাইপ্রোফাইল নাম উঠে আসতে শুরু করলেও সেটা এখনও স্পষ্ট হয়নি।
এসবের মাঝেই দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে এক ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর পড়েছে কেরালা ম্যানেজমেন্টের। তিনি অমিয় রানাওয়াডে। বর্তমানে সার্জিও লোবেরার ওডিশা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ভারতীয় রাইট ব্যাক। ইতিমধ্যেই জগন্নাথের রাজ্যের এই ফুটবল দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় বারোটি ম্যাচ। স্বাভাবিকভাবেই তিনি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার বাড়তি ট্রান্সফার ফি দিয়ে নাকি তাঁকেই দলে চাইছে কেরালা। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা।
যারফলে ওডিশা ছেড়ে তাঁকে কেরালার জার্সিতে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না সমর্থকদের। কিন্তু এক্ষেত্রে নিজেদের দলের এই গুরুত্বপূর্ণ ফুটবলারকে আদৌও ছাড়তে রাজি হবে কিনা ওডিশা ম্যানেজমেন্ট সেটাই এখন দেখার বিষয়। হিসাব অনুযায়ী এই নতুন বছরের মে মাস পর্যন্ত ওডিশার সঙ্গে চুক্তি রয়েছে অমিয় রানওয়াডের। যতদূর খবর, এখনও পর্যন্ত নাকি তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নেয়নি একবারের সুপার কাপ জয়ীরা। বর্তমানে সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া কেরালা ব্লাস্টার্স।