আদ্রিয়ান লুনার বিকল্প খোঁজা শুরু কেরালার, কে আসবেন?

গত কয়েক সিজন ধরেই আশানুরূপ পারফরম্যান্স থাকেনি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। পূর্বে বেশ কয়েকবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ আসলেও সেটা কাজে লাগানো সম্ভব হয়নি…

Adrian Luna

গত কয়েক সিজন ধরেই আশানুরূপ পারফরম্যান্স থাকেনি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। পূর্বে বেশ কয়েকবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ আসলেও সেটা কাজে লাগানো সম্ভব হয়নি দলের ফুটবলারদের পক্ষে। সেই মর্মে ইভান ভুকোমানোভিচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তারপর চলতি সিজনের শুরুতে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।‌ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল নোয়া সাদাউদের।

Also Read | কেরালা ব্লাস্টার্সে প্রায় নিশ্চিত এই স্প্যানিশ ফুটবলার

কিন্তু সেটা সম্ভব হয়নি। দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে। সেই হারের হতাশা ভুলে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় আসলে ও সেটা বজায় থাকেনি। সময় যত এগিয়েছে ততই প্রভাব পড়েছে দলের পয়েন্ট টেবিলে। ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেটা কিছুতেই ভালোভাবে নেয়নি সমর্থকরা। পরবর্তীতে এই বিদেশি কোচ সহ সকল সাপোর্টিং স্টাফেদের ছাঁটাই করে ম্যানেজমেন্ট।‌ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করছিলেন টমাস টচর্জের পাশাপাশি থেক্কাথারা পুরুষোথামণ।

তবে কলিঙ্গ সুপার কাপ শুরু হওয়ার আগেই নয়া কোচ নিয়োগ করে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই অনুসারে এখন দলের দায়িত্ব পালন করছেন ডেভিড কাতলা। তাঁর হাত ধরেই এখন সাফল্য পেতে মরিয়া কোয়ামি পেপরাদের দল। সেই সাথে এখন থেকেই নতুন মরসুমের জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাঁদের। শোনা যাচ্ছে দলের বেশ কিছু ফুটবলারদের বদল করতে পারে কেরালা ব্লাস্টার্স।

Advertisements

Also Read | অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

সেক্ষেত্রে হয়তো বাদ পড়তে পারেন দলের হাইপ্রোফাইল ফুটবলার আদ্রিয়ান লুনা। উল্লেখ্য, বিগত কয়েক সিজন ধরেই দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই উরুগুয়ান তারকা। বহু ক্ষেত্রেই দলের জয়ের অন্যতম কান্ডারী হিসেবে উঠে এসেছিলেন তিনি। কিন্তু এখন থেকেই তার বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। আসলে তাঁর চোট আঘাতের সমস্যা এই মরসুমে যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের অন্দরে। সবদিক মাথায় রেখেই এবার একাধিক হাইপ্রোফাইল ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ম্যানেজমেন্ট। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।