চলতি আইএসএল মরসুমটা একেবারেই ভালো যাচ্ছে না কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। ইভান জামানার অবসান ঘটিয়ে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হলে ও খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে আদ্রিয়ান লুনার উপর ভরসা রাখার পাশাপাশি কোয়ামি পেপরা এবং নোয়া সাদাউয়ের মতো ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করেছিল ম্যানেজমেন্ট। কিন্তু তবুও ঘরের মাঠে পরাজিত হয়েই আইএসএল অভিযান শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচেই তাঁদের আটকে যেতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির কাছে।
তবে দ্বিতীয় ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে দল ঘুরে দাঁড়ালেও পরবর্তীতে বজায় থাকেনি সেই জয়ের ধারা। দক্ষিণী ডার্বিতে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন থেকে পরাজিত করার পর টানা তিনটি ম্যাচে নাস্তানাবুদ হয় প্রীতম কোটালদের। এমনকি গত অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এগিয়ে থেকে ও সেই ব্যবধান বজায় রাখতে সক্ষম হননি জেসুস জেমিনেজরা। যা খুব একটা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরেকে বিদায় জানায় ম্যানেজমেন্ট।
বর্তমানে নয়া কোচকে চূড়ান্ত করার পথে কেরালা। সেক্ষেত্রে কয়েকদিন ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ইন্ডিয়ান সুপার লিগের দুই হেভিওয়েট কোচের নাম। যাদের মধ্যে একজন বর্তমানে আইএসএলের একটি ক্লাবের সঙ্গে যুক্ত। হিসাব অনুযায়ী তাঁর সঙ্গে সেই ক্লাবের দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও তাঁকে নাকি আনতে চাইছে কেরালা। এছাড়াও রয়েছেন আইএসএলের লিগ শিল্ড জয়ী এক ব্রিটিশ কোচ। বর্তমানে তিনি কোনও ক্লাবের সঙ্গে যুক্ত না থাকায় তাঁর দিকেই বাড়তি নজর রয়েছে ম্যানেজমেন্টের। তবে শুধুমাত্র কোচ নয়।
বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলের রক্ষণভাগকে মজবুত করতে এবার আরেক ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর পড়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। তিনি ভ্যানলালজুইডিকা। বর্তমানে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন মিজোরামের এই রাইট ব্যাক। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত সাদা-কালো শিবিরের সঙ্গে চুক্তি থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে আগ্ৰহী কেরালা। যদিও এক্ষেত্রে পুরোটাই নির্ভর করছে সাদা-কালো ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ভিত্তিতে।