এই ভারতীয় ডিফেন্ডারকে দলে টানার পথে কেরালা

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তারপর দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে জয় দিয়ে শুরু করার লক্ষ্য থাকলেও তা…

Muhammad Uvais

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তারপর দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে জয় দিয়ে শুরু করার লক্ষ্য থাকলেও তা বাস্তবায়িত হয়নি।‌ প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল পাঞ্জাব এফসির কাছে। তা খুব একটা ভালোভাবে নেয়নি সমর্থকরা। তবুও টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছিল কেরালা। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকরা। এমন পরিস্থিতিতে গত নভেম্বরে বছরের শেষের দিকেই বিদায় জানানো হয় এই সুইডিশ কোচকে।

Also Read |  দ্বিতীয় লেগের সেমিতে খেলতে পারবেন না তিন ফুটবলার, কী ভাবছেন খালিদ?

   

পাশাপাশি দল থেকে বাদ দেওয়া হয় সকল সাপোর্টিং স্টাফকে। তারপর থেকেই দলের দায়িত্ব পালন করে আসছিলেন থেক্কাথারা পুরুষোথামণ। বলাবাহুল্য, অন্তবর্তীকালীন এই ভারতীয় কোচের তত্ত্বাবধানেই নিজেদের পুরনো ছন্দের ফিরতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল। আইএসএলের প্রথম লেগে একটা সময় দল একেবারে তলানিতে চলে গেলে ও সময়ের সাথে সাথে ফিরেছিল ছন্দ। যারফলে দেশের এই প্রথম ডিভিশন লিগের সুপার সিক্সের আশা দেখতে শুরু করেছিল অনেকে‌। যদিও তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। আইবান ঢাওলিংয়ের আত্মঘাতী গোলে নক আউটে পৌঁছানোর স্বপ্ন শেষ হয়ে যায় দক্ষিণের এই ফুটবল দলের। তবে সেইসব হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপ থেকেই ঘুরে দাঁড়াতে চায় কেরালা। সেইমতো গত কয়েকদিন আগেই নয়া কোচ নিয়োগ করে ম্যানেজমেন্ট।

Also Read | মশালবাহিনীর অনুশীলনে অনুপস্থিত সেলিস, ফিট হচ্ছেন আনোয়ার 

তবে এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। জানা গিয়েছে, দলের ভারতীয় ডিফেন্ডার আইবান ঢাওলিংকে ছাড়তে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে নাকি তাঁদের নজর গিয়ে পড়েছে খালিদ জামিলের জামশেদপুর এফসির দিকে। সেই দলের তারকা ডিফেন্ডার মুহম্মদ উভাইসকে নাকি টানতে চাইছে ডেভিড কাতালার কেরালা। সেইমতো বহু আগে থেকেই নাকি কথাবার্তা শুরু করে দিয়েছে উভয় দল। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে উভয় দলের।

Advertisements

তারপরেই হয়তো সোয়াপ ডিলের মধ্যে দিয়ে দল বদল করতে পারেন দুই ফুটবলার। সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না সমর্থকদের। এছাড়াও বেশকিছু বদল আসতে পারে দলের অন্দরে।