এই আলবেনিয়ান ফরোয়ার্ডকে নিয়ে আগ্ৰহী কেরালা ব্লাস্টার্স

শেষ ফুটবল মরসুমটি খুব একটা ভালো যায়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। বহু পরিকল্পনা নিয়ে এই বছর নতুন কোচ নিয়োগ করেছিল দক্ষিণের এই ফুটবল দল। সেজন্য…

armando sadiku training with mohun bagan sg jersy

শেষ ফুটবল মরসুমটি খুব একটা ভালো যায়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। বহু পরিকল্পনা নিয়ে এই বছর নতুন কোচ নিয়োগ করেছিল দক্ষিণের এই ফুটবল দল। সেজন্য ইভান ভুকোমানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁর নির্দেশ মতোই একের পর এক ফুটবলার চূড়ান্ত করেছিল দক্ষিণের এই দল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএল। প্রত্যেক ক্ষেত্রেই তথৈবচ পরিস্থিতি দেখা দিয়েছিল কেরালার। এই সবদিক খতিয়ে দেখেই পরবর্তীতে এই সুইডিশ কোচ সহ সকল সাপোর্টিং স্টাফেদের বিদায় জানায় কেরালা।

Also Read | কলকাতা লিগে ভূমিপুত্র ইস্যুতে IFA অফিসের বড় পদক্ষেপ বাংলাপক্ষের

   

তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টমাস টচর্জ এবং থেক্কাথারা পুরুষোথামণ দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের দৌলতেই জয়ের সরণিতে ফিরেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু কলিঙ্গ সুপার কাপের আগেই নয়া কোচ নিয়োগে তৎপর ছিল এই ক্লাব। সেই অনুযায়ী দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ ডেভিড কাতলার হাতে। মনে করা হচ্ছিল এই নতুন কোচের হাত ধরেই হয়তো প্রথম সাফল্যের মুখ দেখবে কেরালা। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলকে হারানো সম্ভব হলেও আটকে যেতে হয়েছিল পরবর্তী ম্যাচে।

Armando Sadiku
Albanian Forward Armando Sadiku

Also Read | জাতীয় দলের তিন ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনায় বাগান!

Advertisements

এক্ষেত্রে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আটকে যেতে হয়েছিল আদ্রিয়ান লুনাদের। বলতে গেলে তাঁদের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কাছেই কার্যত নাস্তানাবুদ হয় কোয়ামি পেপরাদের দল। এমন পারফরম্যান্স নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ সকলে। সেই সমস্ত কিছু ভুলে অনেক আগে থেকেই নয়া মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নাকি তাঁদের নজর গিয়ে পড়েছে আলবেনিয়ান ফরোয়ার্ড আর্মান্দো সাদিকুর দিকে। উল্লেখ্য, শেষ আইএসএল মরসুম পর্যন্ত এফসি গোয়ার জার্সিতে খেলেছিলেন সাদিকু।

Also Read | বাংলা ক্রিকেটের বড় দায়িত্বে ঋদ্ধিমান

যেখানে মোট ২৪টি ম্যাচ খেলে ১০টি গোল এবং ২টি অ্যাসিস্ট থেকেছে বাগানের এই প্রাক্তন ফুটবলারের। যা নিঃসন্দেহে তাঁক লাগিয়ে দিয়েছিল সকলকে। কিন্তু পরবর্তীতে এই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যানেজমেন্ট। তবে শোনা যাচ্ছে নয়া মরসুমে তাঁকে ভারতে ফিরিয়ে আনতে চাইছে কেরালা ব্লাস্টার্স। যদিও এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে উভয়ের কথাবার্তা।