নতুন মরশুমের জন্য মিকেল স্ট্যাহরের হাতে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) দায়িত্ব। শেষ কয়েক বছর ইউরোপ সহ একাধিক লিগে কোচিং করিয়েছেন তিনি। বলতে গেলে বিদেশের মাটিতে কোচিং করানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই সুইডিশ কোচের। কিন্তু শেষ কয়েক মরশুমে চূড়ান্ত সাফল্য পাননি কোনো ক্ষেত্রে।
তবে এবার এই কোচকে সামনে রেখেই চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। তাই কোচের নির্দেশ মেনেই এবার ঘর গোছানোর কাজে হাত দিয়েছে ম্যানেজমেন্ট। একেবারে নতুন করে সেজে উঠছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। দেশের তরুণ ফুটবলারদের দলে টানার পাশাপাশি দাপুটে বিদেশী চূড়ান্ত করার ও পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের।
এবার উঠে আসতে শুরু করেছে সার্বিয়ার এই দাপুটে ফরোয়ার্ডের নাম। তিনি আলেকসান্ডার প্রিজোভিচ। গত সিজনে এ লিগের ফুটবল ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তাকে। যেখানে প্রায় ১৬টি ম্যাচ খেলে ৫টি গোল এবং ১টি অ্যাসিস্ট ছিল বছর চৌত্রিশের এই ফুটবলারের। একটা সময় নর্থহ্যামপট এবং আল ইত্তিয়াদের মতো ক্লাবের সাথে ও যুক্ত থেকেছেন এই তারকা। বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েই এই সার্বিয়ান ফরোয়ার্ডকে দলে টেনে আপফ্রন্টকে শক্তিশালী করতে চাইছে কেরালা ব্লাস্টার্স।
গত কয়েকদিন আগেই সোম কুমার সহ আর একাধিক ভারতীয় তরুণকে চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট। খুব শীঘ্রই তাদের নাম ঘোষণা করতে পারে এই ফুটবল ক্লাব।কিন্তু সেখানেই শেষ নয়। নতুন সিজনের কথা মাথায় রেখে এবার জোরকদমে প্রস্তুতি শুরু করতে চায় কেরালা। তবে ভারতে নয়। যতদূর খবর প্রি-সিজন করতে এবার থাইল্যান্ডে উড়ে যাবে গোটা স্কোয়াড।