স্লাভকোকে নিতে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব

একটা সময় চেন্নাইন এফসির মধ্য দিয়ে ভারতে খেলতে এসেছিলেন স্লাভকো ডামজানোভিচ ৯Slavko Damjanovic)। যদিও একটি মরশুম খেলেই বিদায় নিতে হয়েছিল এই দাপুটে সেন্টার ব্যাককে। তারপরে…

Slavko Damjanovic

একটা সময় চেন্নাইন এফসির মধ্য দিয়ে ভারতে খেলতে এসেছিলেন স্লাভকো ডামজানোভিচ ৯Slavko Damjanovic)। যদিও একটি মরশুম খেলেই বিদায় নিতে হয়েছিল এই দাপুটে সেন্টার ব্যাককে। তারপরে বিদেশী দলের হয়ে খেললেও পরবর্তীতে ফের ভারতে ফিরে আসেন স্লাভকো। যোগদান করেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান এটিকে মোহনবাগানে। সেই দলের হয়েই জয় করেন ইন্ডিয়ান সুপার লিগ।

কিন্তু এবারের এই ফুটবল সিজনের শুরুতেই এই বিদেশি ফুটবলারকে রিলিজ করে দেয় বাগান ব্রিগেড। পরবর্তীতে তাকে দলে নেয় শক্তিশালী বেঙ্গালুরু এফসি। কিন্তু এবারের এই মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি এই সেন্টার ব্যাকের।

   

দেশের হয়ে খেলতে চলেছেন ISL খেলা বিদেশি ফুটবলার

এই দলের জার্সিতে ১৬ টি ম্যাচ খেললেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি এই বিদেশী ফুটবলার। সেজন্য এবার তাকে ছাড়ার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। দিনকয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকেই সেইকথা জানায় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কোথায় যুক্ত হবেন এই দাপুটে বিদেশী ফুটবলার? এবার সামনে আসল এক নয়া তথ্য। শোনা যাচ্ছে, আগত ফুটবল মরশুমের জন্য মিকেল স্টেহরের কেরালা ব্লাস্টার্সে যোগদান করতে পারেন স্লাভকো ডামজানোভিচ। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।

East Bengal: ৪ জন নিশ্চিত, ভূমিপুত্রদের বাড়তি গুরুত্ব দিচ্ছ ইস্টবেঙ্গল!

যদিও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি রক্ষণভাগের এই ফুটবলার। কিন্তু নিজের পুরনো ছন্দে ফিরে আসতে পারলে নিঃসন্দেহে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে প্রতিপক্ষ দলের কাছে। এই সিজনে হতাশাজনক পারফরম্যান্স থাকলেও এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ডামজানোভিচের।