Sunday, December 7, 2025
HomeSports NewsKerala Blaster Vs Mohun Bagan: মোহনবাগান ম্যাচের আগে কী বলছেন প্রীতম কোটাল?

Kerala Blaster Vs Mohun Bagan: মোহনবাগান ম্যাচের আগে কী বলছেন প্রীতম কোটাল?

- Advertisement -

গত কয়েকদিন আগে ইন্ডিয়ান সুপার লিগে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছিল কেরালা (Kerala Blaster)। কাল সেই ছন্দই ধরে রাখার লড়াই তাদের। সেক্ষেত্রে পরবর্তীতে লিগের শীর্ষস্থান ছোঁয়ার হাতছানি থাকবে তাদের সামনে। কিন্তু ঘরের মাঠে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল যে কতটা শক্তিশালী হতে পারে সেই বিষয়ে সকলেই জানে। তাই এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে।

তবে এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ ইভান ভুকোমানোভিচ। এক্ষেত্রে কেরালা দলের দুই ফুটবলারের দিকে বিশেষ করে নজর থাকবে সকলের। যাদের মধ্যে রয়েছেন মোহনবাগান দলের গতবারের অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal) এবং আরেক প্রাক্তন তারকা প্রবীর দাস। একটা সময় সবুজ-মেরুন জার্সিতে ময়দান কাঁপিয়েছেন দুজনেই। যাদের সামাল দিতে কালঘাম ছুটে যেত প্রতিপক্ষ ফুটবল দলগুলোর।

   

তবে সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি। রিলিজ পেয়ে অন্যদলে যোগ দিতে হয়েছে তাদের। বর্তমানে দুজনেই এবার দক্ষিণের এই ফুটবল দলে। খেলছেন একই সঙ্গে। তবে পুরোনো ক্লাব মোহনবাগান নিয়ে কিছুটা হলেও যেন আবেগপ্রবণ দুজনে। আসলে, চলতি মরশুম শুরু হওয়ার আগে কেরালা দল থেকে সাহাল আব্দুল সামাদকে টানার বদলে অধিনায়ক প্রীতম কোটালকে ছাড়তে হয়েছে তাদের কাছে। যা খুব একটা ভালোভাবে নেননি মোহনবাগান জনতা। আসলে সকলেই চেয়েছিলেন ঘরের ছেলে থেকে যাক এই ঘরেই। তবে দলের স্বার্থে তাকে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। যার দরুণ ইচ্ছা না থাকলেও শহর ছাড়তে হয়েছিল উত্তরপাড়ার এই বাঙালি ফুটবলারকে।

তবে বর্তমানে কেরালা ব্লাস্টার্স দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার তিনি। এবার এই দলের হয়েই নিজের সেরাটা তুলে ধরতে মরিয়া এই তারকা। ঘন্টাকয়েক আগে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দল পরিবর্তন করার পর আমার কোনো অনুশোচনা নেই। তাছাড়া মনে করি মোহনবাগান ম্যানেজমেন্ট ও এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি। পাশাপাশি তিনি বলেন, শুধুমাত্র একটি বিরাট বড় বাজেট সাফল্য এনে দিতে পারে না। এক্ষেত্রে নির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি ধারাবাহিকতা ও ব্যাপকভাবে জরুরি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular