ফের আলোচনায় উঠে এলেন কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) কোচ ivan vukomanović । ফ্রি কিক প্রসঙ্গে ফের প্রকাশ করলেন নিজের মন্তব্য। কোচের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের সমর্থকরা।
গত মরসুমে একটি ফ্রি কিক থেকে যত বিতর্কের সূত্রপাত। কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচে আচমকা ফ্রি কিক থেকে গোল করেছিলেন সুনীল ছেত্রী। পুরো ঘটনা ঘটেছিল কেউ কিছু বুঝে ওঠার আগেই। কেরালা কোচের অভিযোগ ছিল, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া হয়েছে এই গোল। ব্লাস্টার্স দলের বিরুদ্ধে অন্যায় হয়েছে বলে দাবি কেরালার ইন্ডিয়ান সুপার লীগ খেলা দলের। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছিল।
প্রতিবাদে ছেলেদের মাঠ থেকে উঠে আসার নির্দেশ দিয়েছিলেন কোচ ivan vukomanović। দল তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়েছিল ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা। বড় অংকের জরিমানা করা হয় কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবকে। মোটা অংকের জরিমানার ফলে চলতি ট্রান্সফার উইন্ডোতে কিছুটা বেকায়দায় দল। নতুন করে স্কোয়াড গড়া হয়েছে। একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানিয়েছে ক্লাব।
চলতি Durand Cup-এর পরবর্তী পর্বের যোগ্য যোগ্যতা অর্জন করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। এরই মধ্যে কোচের সোশ্যাল মিডিয়া পোস্ট। বেজায় ক্ষুব্ধ ক্লাবের সমর্থকরা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কোচ বলেছেন, “ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের বহু টুর্নামেন্ট ফলো করছিল। রেফারি একবার মার্ক করে দেওয়ার পর হুইসেলের জন্য সবাইকে অপেক্ষা করতে হয়। রেফারি হুইসেল না দেওয়া পর্যন্ত কোনো মুভমেন্ট হয় না।”
Watching highlights of different competitions around the world from previous weekends…
If referee sprays the free kick position, no quick action allowed. The whistle signal must me respected.
Full stop.
Have a nice day you all.#aiff #isl #fifa pic.twitter.com/efWTxKZUZ4— Ivan Vukomanovic (@ivanvuko19) August 22, 2023