ইন্টার কাশিতে ISL খেলা ফুটবলার

bijoy varghese

দারুণভাবে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ইন্টার কাশি (Inter Kashi)। ট্রান্সফার উইন্ডো খোলা থাকার সময় ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশ করেছিল নতুন এই দল। অ্যাথলেটিকো মাদ্রিদের সাহায্যে দ্রুত দল গঠন করার কাজ শুরু করে দিয়েছিল ইন্টার কাশি। হাইপ্রোফাইল ফুটবলারদের একে একে দলে নিয়ে ভারী করা হয়েছে স্কোয়াড। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ইন্টার কাশির দল গঠন সম্পর্কে পাওয়া গেল বড় আপডেট।

ইন্ডিয়ান সুপার লীগ সহ দেশের প্রথম সারির ফুটবলে অভিজ্ঞতা রয়েছে এমন একাধিক ফুটবলারকে নিজেদের দলে টেনেছে ইন্টার কাশি। বলা ভালো খাতায় কলমে আই লীগে খেলা কম বাজেটের অনেক দলের থেকে ইন্টার কাশির স্কোয়াডে তারকার সংখ্যা অনেকটাই বেশি। শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত থাকা এক ফুটবলারকে নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে ভারতীয় ফুটবলের নতুন এই দল।

   

Bijoy Varghese কার্যত কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের ঘরের ছেলে। বিগত কয়েক মরসুম ধরে তিনি ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। KBFC এর রিজার্ভ দলে প্রথমে জায়গা পেয়েছিলেন। পরে সুযোগ করে নিয়েছিলেন ক্লাবের সিনিয়র দলে। কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের সিনিয়র দলের হয়ে ইতিপূর্বে খেলার অভিজ্ঞতা হয়েছে বিজয়ের।

Kerala Blasters B দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন বিজয়। খেলেন মূলত রক্ষণভাগে, সেন্টার ব্যাক পজিশনে। ২৩ বছর বয়সী এই ফুটবলার ক্লাবের সিনিয়র দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন ২০২১ সালে। দল যেবার ইন্ডিয়ান সুপার লীগের দ্বিতীয় স্থান অর্জন করেছিল সেবার স্কোয়াডে ছিলেন Bijoy Varghese। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, KBFC থেকে লোনে ইন্টার কাশিতে যোগ দিচ্ছেন ছয় ফুট লম্বা এই ভারতীয় ডিফেন্ডার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন