Kerala Blasters: থাইল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করল কেরালা

নতুন মরশুমের জন্য সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) দায়িত্ব। পুরোনো সমস্ত হতাশা ভুলে এবার তার হাত ধরেই চূড়ান্ত…

Kerala Blasters team

নতুন মরশুমের জন্য সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) দায়িত্ব। পুরোনো সমস্ত হতাশা ভুলে এবার তার হাত ধরেই চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে তার নির্দেশ মেনেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছে ম্যানেজমেন্ট।

আদ্রিয়ান লুনার পাশাপাশি কোয়ামে পেপ্রাহর মতো ফুটবলারদের রাখার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল দলের। পরবর্তীতে দলে যুক্ত করা হয় লালথানমাওয়াইয়া থেকে শুরু করে নোরা ফার্নান্দেজ ও নোয়া সাদাউয়ের মতো ফুটবলারদের। এবার তাদের সামনে রেখেই অভিযান শুরু করবে এই‌ ফুটবল ক্লাব।

   

কিন্তু তার আগে গোটা দল নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করতে চলেছে কেরালা ব্লাস্টার্স। সেজন্য থাইল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে তাদের তরফে। আগামী ২২ জুলাই পর্যন্ত আয়োজিত হবে এই প্রস্তুতি শিবির। সেখানেই ডেকে নেওয়া হবে নতুন ফুটবলারদের। এবার সেই সফরের জন্য বিশেষ তালিকা প্রকাশ করা হয় তাদের তরফ থেকে।

যেখানে গোলরক্ষক হিসেবে রয়েছেন মহম্মদ আরবাজ, নোরা ফার্নান্দেজ, ও তরুণ ফুটবলার সোম কুমার। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন সন্দীপ সিং, মাইলোস ড্রিংকিক, হরমিপাম রুইভা,নওচা সিং, প্রীতম কোটাল, প্রবীর দাস,আইবান ঢাওলিং, মহম্মদ সাহিফ।

মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন, মহম্মদ আজহার, মহম্মদ ইয়ামিন,জিকসন সিং, ড্যানিশ ফারুক, ভিবিন মোহানন, ফ্রেডি, নেইম্বা মেইতেই। ফরোয়ার্ডের ফুটবলারদের মধ্যে রয়েছেন আদ্রিয়ান লুনা, নোয়া সাদাউ, জোসুয়া সিতিরিও, কোয়ামি পেপরা, রাহুল কেপি, মিরান্ডা, মহম্মদ আজশল, সৌরভ, বিকাশ সিং, লালথানমাওয়াইয়া, শ্রীকুত্তন এমএস। এবার এই ফুটবলারদের সামনে রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে কেরালা।