এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল ক্লাব গুলি।দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু করে আইলিগ হোক কিংবা অন্যান্য টুর্নামেন্ট। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে তৎপর প্রত্যেকেই। সেক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট এগিয়ে ছিল ইস্টবেঙ্গল থেকে শুরু করে মুম্বাই সিটি সহ প্রথম ডিভিশনের ক্লাব গুলি। তবে খুব একটা পিছিয়ে ছিল না বাকিরা। মূলত প্রিমিয়ার ডিভিশন লিগ অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ খেলা ফুটবলারদের দলে টানতে মরিয়া ছিল আইলিগের ক্লাব গুলি। সেক্ষেত্রে গত কয়েক মাসে বারংবার উঠে এসেছে ডায়মন্ড হারবার এফসির নাম।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই একের পর দেশি ও বিদেশি ফুটবলারদের দলে টেনেছে বাংলার এই ফুটবল দল। মিকেল কোর্তাজা থেকে শুরু করে লুকা মাজসেন এবং ক্লেটন সিলভেইরা দা সিলভার পাশাপাশি ম্যালরয় অ্যাসিস ও মিরশাদ মিচুর মত ফুটবলার ইতিমধ্যেই রয়েছেন তাঁদের দলে। গত কয়েকদিন আগেই ডুরান্ড কাপের সেমিফাইনালে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে পরাজিত করেছে ডায়মন্ড হারবার এফসি। তাঁদের নিয়েই এবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া বাংলার এই ফুটবল দল। তবে সেখানেই শেষ নয়। আইলিগ শুরু করার আগে আরও কয়েকজন ফুটবলারকে দলে টানতে চাইছে ম্যানেজমেন্ট।
সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে ব্রাইস মিরান্ডার (Bryce Miranda)নাম। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। তবে গত সিজনের শেষের দিকেই লোন চুক্তির মধ্য দিয়ে তাঁকে দলে টেনেছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। তারপর থেকে হাবাসের ফুটবল দলের হয়েই খেলে আসছিলেন মহারাষ্ট্রের এই ফুটবলার। তবে শুক্রবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁকে রিলিজ করার কথা জানিয়ে দিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে কেরালা।
সেখানে লেখা হয়েছে, ” ক্লাব ব্রাইস মিরান্ডার সঙ্গে চুক্তি ছিন্ন করার ঘোষণা করছে। যারফলে ক্লাবের সাথে তাঁর সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। তাঁর অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যতের প্রচেষ্টায় তাঁর মঙ্গল কামনা করি।”