আইএসএলে নিজের সেরাটা দিতে প্রস্তুত কোয়েফ, কী বলছেন?

alexandre coeff

মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে এবার নতুন করে সেজে উঠেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তাঁর তত্ত্বাবধানে থাইল্যান্ডে প্রাক মরসুম প্রস্তুতি শিবির করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেখানেই একাধিক শক্তিশালী ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়ে খেলোয়াড়দের দেখে নিয়েছিলেন সুইডিশ কোচ। তারপর ভারতে ফিরে সোজা ডুরান্ড ম্যাচের ভেন্যুতে চলে গিয়েছিল গোটা দল। জয় দিয়ে শুরু হয়েছিল অভিযান।

Advertisements

পরবর্তী ম্যাচে কিছুটা আটকে যেতে হলেও কোয়ার্টার ফাইনালে যেতে সমস্যা হয়নি। কিন্তু সেখানেই আটকে যেতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে।‌ যা হতাশ করেছিল সকল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে আগত ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য নোয়া সাদাউদের। সেইমর্মে গত কয়েক সপ্তাহ ধরে জোর কদমে অনুশীলন চালাচ্ছে ফুটবলাররা। এমনকি কয়েকদিন আগেই টুর্নামেন্টের নয়া দল মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ও খেলে গিয়েছে কলকাতায়।

সেই ম্যাচে সহজ জয় আসলেও নিজেদের ভুলত্রুটি শুধরেই মরসুম শুরু করতে চান স্ট্যাহরে। তাই শেষ মুহূর্তে সকল দেশি ও বিদেশি ফুটবলারদের ভালো মতো পর্যবেক্ষণ করছেন এই বিদেশি কোচ‌। সেক্ষেত্রে বিশেষ নজর রয়েছে দলের ষষ্ঠ বিদেশি আলেকজান্ডার কোয়েফের (Alexandre Coeff ) দিকে‌। পূর্ব ঘোষণা অনুযায়ী গত কয়েকদিন আগেই এসেছেন শহরে। তারপর থেকেই নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত এই তারকা। আগামী ১৫ই সেপ্টেম্বর আইএসএলের প্রথম ম্যাচ‌।

Advertisements

যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। এখানে ভালো পারফরম্যান্স করাই এখন অন্যতম এই তারকার‌। এই প্রসঙ্গে তিনি বলেন, ” আমি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুটোই খেলেছি। আমি বল পায়ে রেখে খেলতে ভালোবাসি। বলের সাথে যত বেশি যোগাযোগ হবে, আমার পারফরম্যান্স তত ভালো হবে। এ নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছ। দলের প্রয়োজনে যেকোনও পজিশনে আমি খেলতে প্রস্তুত।”