রোববার ঘরের মাঠে ডার্বি ম্যাচে বার্সেলোনা’র বিপক্ষে মাঠে নামা হচ্ছে না রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার করিম বেঞ্জেমা’র (Karim Benzema)।কাফ মাসলে চোট পাওয়ায় এই ম্যাচের থেকে ছিটকে গেলেন তিনি।
শনিবার রিয়াল মাদ্রিদের প্রাক্টিস শিবিরে উপস্থিত ছিলেন না বেঞ্জেমা।আগামী মাসে চ্যাম্পিয়ান্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে চেলসির বিরুদ্ধে খেলতে নামার আগে ফিট হয়ে ওঠাটাই প্রধান লক্ষ্য তার।
গত সোমবার মালরোকার বিরুদ্ধে লা লিগার ম্যাচে ৩-০ গোলের ব্যাবধানে জয়লাভ করেছিল রিয়াল, সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন বেঞ্জেমা।
বেঞ্জেমার পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোটের জেরে সপ্তাহ দুয়েক মাঠের বাইরে থাকবেন মেন্ডি’ও ।তবে দলের আরেক ফরোয়ার্ড রডরিগো সেরে উঠেছেন,দলের সাথে শনিবার পুরোপুরি ট্রেনিং’ও করেছেন তিনি।রোববার ম্যাচে তাকে খেলতে দেখা যাবে,সেই বিষয়ে এক প্রকার নিশ্চিত থাকা যায়।
এইমুহুর্তে ২৮ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহের পয়েন্ট সংখ্যা ৬৬।তালিকায় দ্বিতীয় স্থানে থাকায় সেভিয়ার থেকে ১০ পয়েন্টে এগিয়ে আছে গ্যালিক্টিকোস’রা।তালিকায় তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।