Kanyashree Cup: কন্যাশ্রী কাপে কবে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মহামেডান? জেনে নিন

East Bengal to Clash with Mohammedan SC

গত মাসের মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়েছে কন্যাশ্রী কাপের নয়া (Kanyashree Cup) মরশুমের গ্রুপ সূচী। যেখানে ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। অর্থাৎ মহিলাদের এই ফুটবল টুর্নামেন্টে ডার্বির সম্ভাবনা আঁচ করা গিয়েছিল অনেক আগেই।

এছাড়াও এই এক গ্রুপেই স্থান পেয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার্স, বালি ক্রীড়া সমিতি, মতুয়া সরোজিনী নাইডু স্পোর্টস ক্লাব, ইনভেনশেন ফুটবল কোচিং সেন্টার সহ পশ্চিমবঙ্গ পুলিশের মতো ক্লাব। তাই এবারের শুরু থেকেই যে জমে উঠবে গোটা টুর্নামেন্ট তা বলাই চলে। কিন্তু এই টুর্নামেন্ট খেলার ব্যাপারে প্রথমদিকে বেশকিছুটা আপত্তি ছিল মহামেডানের লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের।

   

সেই মর্মে একটা সময় বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং বলেছিলেন, বর্তমানে সিনিয়র টিমের পাশাপাশি রিজার্ভ টিমের দিকেই ফোকাস রয়েছে। পরবর্তীতে আমরা মহিলা দল তৈরি করব। এবছর কন্যাশ্রী কাপ আমরা না খেললেও আগামী বছর জেতার মতো টিম তৈরি করে খেতাবের জন্য লড়াই করব। যা নিয়ে ব্যাপক হতাশ দেখা দিয়েছিল আপামর সাদা-কালো সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে যদিও ময়দানের এই প্রধানের অংশগ্রহণের উল্লেখ করেন আইএফএ সচিব অনির্বান দত্ত। মহামেডান স্পোর্টিং ক্লাব যে অংশগ্রহণ করবে সেকথা সকলের সামনে প্রথম তুলে ধরেছিলেন তিনি। এমনকি ক্লাবের তরফ থেকে আসা ইমেইলের প্রসঙ্গ ও উঠে এসেছিল তার তরফ থেকে।

পরবর্তীতে বিশেষ বৈঠকের মাধ্যমে সামনে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। যারফলে, এই টুর্নামেন্ট খেলতে নামছে মহামেডান। কিন্তু কবে? জানা গিয়েছে আগামী ২রা ডিসেম্বর মুখোমুখি হবে ময়দানের এই দুই প্রধানের মহিলা দল। যেটি আয়োজিত হবে কিশোরভারতী স্টেডিয়ামে। খেলা শুরু হবে দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন