বর্তমান টেস্ট ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা তিনি। তবে চোট সমস্যা যেন পিছু ছাড়ছে না উইলিয়ামসনের। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও তারকা ব্যাটারের হাতের চোট বেশ সমস্যায় ফেলেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। এবার কুঁচকির চোটে পড়ে আসন্ন ভারত – নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন কেন উইলয়ামসন (Kane Williamson India Test Injury)। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না কিংবদন্তি এই কিউয়ি তারকা।
গত বছরের আইপিএল থেকেই একের পর এক চোটে ভুগছেন উইলিয়ামসন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পুরোটা খেলতেও পারেননি হাতের চোটের জন্য। এছাড়াও এবছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও এই একই চোটের জন্য ভুগেছিলেন এই তারকা ব্যাটার।
KANE WILLIAMSON LIKELY TO MISS THE FIRST TEST vs 🇮🇳
– Kane has suffered a groin strain. [Cricbuzz] pic.twitter.com/UVZUiEWyuD
— Johns. (@CricCrazyJohns) October 9, 2024
ফলত উইলিয়ামসনের চোটের কথা মাথায় রেখে ভারতীয় সফরে তরুণ তারকা মার্ক চ্যাপম্যানকে যোগ করেছে নিউজিল্যান্ড। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম। কারণ সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে ২-০তে সিরিজ হারার পর দায়িত্ব ছেড়েছেন পেসার টিম সাউদি।
অজিদের জয়ে সেমির ‘অঙ্ক’ এখন কঠিন ভারতের কাছে
সদ্যই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী রয়েছেন রোহিত শর্মা এন্ড কোম্পানি। টাইগার বধের পর টেস্ট র্যাংকিং এ দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেন ইন ব্লুজ। এছাড়াও ফর্মেই রয়েছেন বিরাট ,যশস্বী ,অশ্বিন বুমরাহরা। সবমিলিয়ে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল।
অন্যদিকে লাল বলের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৬ বছর পর এক ইনিংস ব্যবধানে হারে নিউজিল্যান্ড। এছাড়াও পুরো সিরিজ জুড়ে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন টিম সাউদিরা। এছাড়াও উইলেমসনের পাশাপাশি অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে যদিও পুরো সিরিজে পাবে না নিউজিল্যান্ড। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ায় ভারত সিরিজে প্রথম ম্যাচ শেষেই নিউজিল্যান্ডে ফিরবেন। ফলত সিরিজ শুরুর আগেই প্রমাদ গুনছে নিউজিল্যান্ড।
হেরেও নয়া বিপত্তি! সাকিবের পর এবার অবসর নিলেন মাহমুদউল্লাহ
তবে ব্ল্যাক ক্যাপদের নির্বাচক স্যাম ওয়েলস আশাবাদী, সিরিজে পরের দিকে খেলতে পারবেন উইলিয়ামসন। তিনি বলেছেন,‘চোটকে আরও গুরুতর করার ঝুঁকি না নিয়ে উইলিয়ামসনকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। পুনর্বাসন যদি পরিকল্পনামতো এগোয়, আমরা পরের দিকে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী|’
প্রসঙ্গত উল্লেখ্য যে, উইলিয়ামসনের চোট চ্যাপম্যানকে টেস্ট অভিষেকের সুযোগ দিতে পারে। টেস্টে এখনো অভিষেক না হলেও চ্যাপম্যান আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নয়। নিউজিল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৭৮টি। এছাড়াও ক্রমতালিকায় নিজেদের ওপরের দিকে তুলতে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতে যাবেন লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথ। তবুও উইলিয়ামসনের অনুপস্থিতিতে (Kane Williamson India Test Injury) হেভিওয়েট ভারতকে কতটা চাপে ফেলতে পারে নিউজিল্যান্ড সেটাই এখন দেখার।